অরূপ বসাক: গাড়ির ধাক্কায় মৃত্যু হল বিরল প্রজাতির প্রাণী বাঘরোলের। রবিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার দক্ষিণ ওদলাবাড়ি রাজ্য সড়কে। স্থানীয় এক ব্যাক্তি জানিয়েছেন, ওই বিরল প্রজাতির প্রাণীটি রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল৷ তখনই আচমকা একটি মারুতি ভ্যান তীব্র বেগে আসছিল৷ গাড়ির ধাক্কায় বাঘরোলটি রাস্তার এক পাশে ছিটকে গিয়ে পড়ে। যদিও সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়নি৷ বেশ খানিকক্ষণ প্রাণীটি জীবিত ছিল বলে জানা গিয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত প্রাণীটির প্রাথমিক শুশ্রূষা করার চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই মারা যায় বাঘরোলটি।
খবর দেওয়া হয় তারঘেরা বন দপ্তরকে। বনকর্মীরা ঘটনাস্থলে এসে প্রাণীটিকে তারঘেরা রেঞ্জ অফিসে নিয়ে যান। প্রাণীটির শরীরে চিতাবাঘের মতো ছোপ রয়েছে। মুখটা দেখতে অনেকটা বেজির মত। দিনে দিনে এই বাঘরোলদের সংখ্যা কমে যাচ্ছে৷ তাদের বাঁচানোর জন্য সুরক্ষা কমিটি গড়েছে রাজ্যের বনবিভাগ৷ অনেকটা চিতাবাঘের মতো দেখতে বলে অনেকেই প্রাণীটির সঙ্গে চিতাবাঘকে গুলিয়ে ফেলেন৷ গবাদি পশু না হলেও প্রাণীটির আরেক নাম গোবাঘা৷ পশ্চিমবঙ্গের ‘রাজ্য প্রাণী’ এই বাঘরোল বা ফিসিং ক্যাট৷ উচ্চতা বিড়ালের থেকে বেশি৷ গায়ে ছোপ ছোপ দাগ৷ তবে জাতীয় পশু হিসেবে বাঘের নাম যতটা আলোচিত হয়, রাজ্য প্রাণী হিসেবে বাঘরোল তত চর্চিত নয়৷
The post গাড়ির ধাক্কায় মৃত ‘রাজ্য প্রাণী’ বাঘরোল appeared first on Sangbad Pratidin.
