shono
Advertisement

‘মমতাকে না সরালে ISIS হামলার মুখে পড়বে বাংলা’, কৈলাসের মন্তব্য ঘিরে শোরগোল

এরাজ্যের অবস্থাও জম্মু-কাশ্মীরের মতোই হবে বলে হুঁশিয়ারি বিজেপি নেতার৷ The post ‘মমতাকে না সরালে ISIS হামলার মুখে পড়বে বাংলা’, কৈলাসের মন্তব্য ঘিরে শোরগোল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:00 PM Apr 28, 2019Updated: 07:00 PM Apr 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শীঘ্রই আসছি’, বাংলা ভাষায় এরাজ্যে হামলার হুমকি এসেছিল ইসলামিক স্টেটের তরফে৷ তারপর ২৪ ঘণ্টাও কাটেনি৷ এর মধ্যেই এই পোস্টারের নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘তোষণ রাজনীতি’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ হাওড়া কেন্দ্রের প্রচারে জনসভা থেকে তাঁর তীব্র কটাক্ষ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে কলকাতায় হামলা চালাতে পারে আইএস৷’

Advertisement

[ আরও পড়ুন : বুথে নজরদারির দায়িত্বে নাবালকরা! বিতর্ক তুঙ্গে আউশগ্রামে]

এমন মন্তব্যের পিছনে যুক্তিও সাজিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়৷ তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তোষণের রাজনীতি করছেন, তার জন্যই আইএস এমন পোস্টার দেওয়ার সাহস করেছে৷ পশ্চিমবঙ্গের বিপদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী৷ মমতাকে না সরালে, এরাজ্যের অবস্থাও জম্মু-কাশ্মীরের মতোই হবে৷’ চতুর্থ দফা ভোটের আগে কৈলাস বিজয়বর্গীয়র তাঁর এই মন্তব্য নিয়ে যথারীতি তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি৷ সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মহাসচিব৷ পার্থ চট্টোপাধ্যায়ের পালটা জবাব, ‘এসব বলে দেশে ভাঙন ধরাতে চাইছেন কৈলাস বিজয়বর্গীয়৷ তাঁরা হতাশা থেকেই এসব বলছেন৷ এসব বলে তাঁরা উত্তেজনা ছড়াতে চাইছেন৷’

[ আরও পড়ুন : প্রাণে বাঁচতে ক্রেন থেকে মরণঝাঁপ অপারেটরের! হলদিয়া বন্দরের ঘটনায় চাঞ্চল্য]

শনিবার আইএস-এর নাম দিয়ে স্পষ্ট বাংলায় পোস্টার প্রকাশ করা হয়েছিল, যাতে লেখা ছিল – ‘শীঘ্রই আসছি’৷ টেলিগ্রাম নামে একটি মেসেজিং অ্যাপে এই পোস্টার প্রকাশিত হয়৷ গোয়েন্দাদের আশঙ্কা, এবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গই তাদের মূল টার্গেট৷ পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকে নড়েচড়ে বসেছে গোয়েন্দা দপ্তর৷ বিভিন্ন স্তরে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ কিন্তু দেশের নিরাপত্তাজনিত এমন একটা বিষয়ও যে রাজনীতির বেড়াজালে জড়িয়ে পড়বে, তা বোধহয় ভাবতে পারেনি কেউ৷ কিন্তু রবিবার কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যের পর স্পষ্ট হচ্ছে, ভোটের মরশুমে কোনও ইস্যুই রাজনীতির আগল গলে যেতে পারবে না৷

[ আরও পড়ুন : ভুটান পাহাড়ে তুমুল বৃষ্টি, বন্যায় ভাসল ডুয়ার্সের বিন্নাগুড়ি ও বানারহাট]

এর আগে পুলওয়ামা হামলার জবাবে বালাকোটে এয়ারস্ট্রাইকের প্রমাণ দাবি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেসময় বিজেপি নেতৃত্বের কটাক্ষ ছিল, পাকিস্তান প্রীতি রয়েছে মমতার৷ তাই জঙ্গিদের মৃত্যুতে তাঁর কষ্ট হয়েছে৷ মমতার বিরুদ্ধে আগেও একাধিকবার সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছিল বিজেপি৷ এবারও প্রায় সেই একই ভাষায় কটাক্ষ করে গেলেন কৈলাস বিজয়বর্গীয়৷ যা নজিরবিহীন৷ এনিয়ে কমিশনের দ্বারস্থ হতে পারে তৃণমূল৷

The post ‘মমতাকে না সরালে ISIS হামলার মুখে পড়বে বাংলা’, কৈলাসের মন্তব্য ঘিরে শোরগোল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement