রাস্তার ধার দিয়ে চলা সাইকেল আরোহীকে চারচাকা গাড়ির ধাক্কা। শুধু তাই নয়, ওই সাইকেল আরোহীকে ১০ কিমি টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গাড়িচালকের বিরুদ্ধে। স্থানীয়রা হইচই করে গাড়ি থামানোর কথা বললেও চালক থামাননি! পরে গুরুতর জখম সাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁর মৃত্যু হয়েছে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়ায়। মৃত ওই ব্যক্তির নাম কুমারেশ মণ্ডল। ঘটনার পর থেকে পলাতক ওই চারচাকা গাড়ির চালক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে ওই ঘটনা ঘটেছে। বাদুড়িয়ার (Baduria) ওই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন কুমারেশ মণ্ডল। এদিনও সেসময় কুয়াশা ছিল। পিছন দিক থেকে চারচাকার একটি প্রাইভেট ইকো গাড়ি সাইকেলটিকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন ওই আরোহী। ওই চারচাকা গাড়ির সঙ্গে কোনওভাবে আটকে যান কুমারেশ। ওই অবস্থাতেই চালক গাড়ি চালিয়ে দেন। ভোরের রাস্তায় কয়েকজন পথচারী ছিলেন। তাঁরা ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। চালককে গাড়ি থামানোর কথা বলেন। কিন্তু সেই কথায় কান দেননি ওই চালক! দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে পালাতে থাকেন অভিযুক্ত।
এদিকে গাড়ির সঙ্গে আটকে ছিলেন ওই ব্যক্তি। সেই অবস্থাতেই দ্রুত গাড়ি রাস্তা দিয়ে ছুটতে থাকে। স্থানীয়রা তাড়া করে চালককে বারবার গাড়ি থামানোর কথা বলেন বলে দাবি। কিন্তু চালক গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়! প্রায় ১০ কিমি রাস্তা ওইভাবে গাড়ি চালানোর পর থামানো হয়। রাস্তার ধারের একটি সর্ষেখেতের মধ্যে গাড়িটি নামিয়ে চালক সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ। কিছু সময় পরে স্থানীয়রা ওই জায়গায় পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। দীর্ঘ পথ ছেঁচড়ে যাওয়ার জন্য ওই আরোহীর শরীর গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পরে সেখানেই তিনি মারা গিয়েছেন বলে খবর।
বাদুড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পরও কেন চালক গাড়ি থামালেন না? কেন এতটা অমানবিক হলেন তিনি? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
