shono
Advertisement
Shahid Kapoor

শাহিদ কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের কুখ্যাত গ্যাংস্টারের মেয়ের, চাইলেন ২ কোটি! আইনি ঝঞ্ঝাটে 'রোমিও'

গুনতে হবে বড় অঙ্কের মাশুল! কেন আইনি বিপাকে পড়তে হল শাহিদকে?
Published By: Sandipta BhanjaPosted: 06:07 PM Jan 14, 2026Updated: 06:32 PM Jan 14, 2026

দীর্ঘদিন বাদে 'খতরনাক' অবতারে ধরা দিয়েছিলেন। আর তাতেই উসকে গেল বিতর্ক! কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করে আইনি ঝঞ্ঝাটে জড়ালেন শাহিদ কাপুর। সদ্য 'ও রোমিও'র পয়লা ঝলকে উন্মাদনার পারদ চড়িয়েছিলেন, আর সেই টিজার ঘিরেই আপত্তি তুলেছেন মুম্বইয়ের একসময়কার কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার কন্যা শানোবার শেখ।

Advertisement

বলিউডে কানাঘুষো, 'ও রোমিও' ছবিতে নয়ের দশকের অন্ধকার জগতের অন্যতম গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনকাহিনির আঁধারে শাহিদের চরিত্র সাজিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। যার সঙ্গে দাউদ ইব্রাহিমের একেবারে সাপে-নেউলে সম্পর্ক ছিল বলে শোনা যায়। মুম্বইয়ের আস্তাকুঁড়ে থেকে কীভাবে অন্ধকার সম্রাজ্যের দাপুটে ডন হয়ে ওঠে এই উস্তারা? শাহিদের চরিত্রের মাধ্যমে সেই নৈরাজ্যের কাহিনিই ফুটিয়ে তুলেছেন ভরদ্বাজ। পয়লা ঝলক প্রকাশ্যে আসার পর ওয়াকিবহালমহলের অনুমান, 'ও রোমিও' সিনেমাটি আদতে 'স্বপ্নাদিদি, দাউদ এবং হুসেন উস্তারা'র ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে তৈরি। আর এমন গুঞ্জন চাউড় হতেই নির্মাতাদের বিরুদ্ধে 'আইনি চড়' কষালেন উস্তারাকন্যা শানোবার শেখ।

বলিউড মাধ্যম সূত্রে খবর, আইনজীবী ডিভি সরোজের মাধ্যমে 'ও রোমিও' নির্মাতাদের সকলকে আইনি নোটিস ধরিয়েছেন নয়ের দশকে মুম্বই কাঁপানো ওই কুখ্যাত গ্যাংস্টার কন্যা। জানা গিয়েছে, পরিচালক বিশাল ভরদ্বাজ, চিত্রনাট্যকার রোহান নরুলা, প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের পাশাপাশি শাহিদ কাপুরের কাছেও আইনি চিঠি গিয়েছে। এমনকী ছাড়পত্র দেওয়ার জন্য সেন্সর বোর্ডকে চ্যালেঞ্জ ছুঁড়েও নোটিস পাঠিয়েছেন উস্তারাকন্যা শানোবার শেখ। শুধু তাই নয়, আদালতে মামলা দায়ের করার পাশাপাশি ২ কোটি টাকা ক্ষতিপূরণও চেয়ে বসেছেন তিনি। আদালতের কাছে শানোবারের আর্জি, অবিলম্বে এই সিনেমার প্রচার ও মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করা হোক। কিন্তু আচমকাই কেন ও রোমিও' ছবি নিয়ে আপত্তি তুললেন তিনি?

নোটিশে উল্লেখ, "প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রকাশ্যেই বলা হচ্ছে 'ও রোমিও' ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এবং এও উল্লেখ করা হয়েছে যে, উস্তারার জীবনকাহিনির আঁধারে সাজানো হয়েছে শাহিদ কাপুরের চরিত্রটি। কিন্তু এই সিনেমা তৈরিকালীন এবং তার প্রাক্কালে উস্তারার পরিবারের তরফে অনুমতি নেওয়া তো দূরঅস্ত, শানোবারের সঙ্গে কোনওরকম যোগাযোগও করেননি নির্মাতারা। উপরন্তু কাল্পনিকভাবে অতিরঞ্জিত করে নানা অপরাধমূলক ঘটনা দেখানো হয়েছে। যার জেরে উস্তারাকন্যার মানহানি হয়েছে।" তবে শানোবারের আনা অভিযোগের পালটায় 'ও রোমিও' নির্মাতাদের জবাব, "ছবির শেষে আস্ত একটা ডিসক্লেইমার রয়েছে, যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে- বাস্তব কোনও ব্যক্তির সঙ্গে কোনও সাদৃশ্য থাকলে সেটা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত।" এবার দেখার আদৌ গ্যাংস্টারকন্যার যুক্তি আদালতে ধোপে টেকে কিনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement