shono
Advertisement

আধিকারিকদের শৌচালয়ে ঢুকিয়ে ব্যাংক ডাকাতি, সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে গেল দু্ষ্কৃতীরা

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে ডাকাতির ঘটনায় সিউড়িতে উত্তেজনা।
Posted: 11:17 AM Jun 13, 2023Updated: 12:00 PM Jun 13, 2023

নন্দন দত্ত, সিউড়ি: সিনেমার কায়দায় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে ডাকাতি। বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লিতে তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার সকালে গ্রাহক সেজে ব্যাংকে ঢুকে পড়ে বেশ কয়েকজন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে ব্যাংক আধিকারিকদের শৌচালয়ে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর লুটপাট করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে ডিএসপি’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।

Advertisement

মঙ্গলবার সকালে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সবেমাত্র দরজা খোলা হয়। সেই সময় গ্রাহক সেজে ছ’জন ব্যাংকে ঢুকে পড়ে। এরপর দু’জন কোষাধ্যক্ষকে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় তারা। ব্যাংক কর্মীদের ঢুকিয়ে দেওয়া আধিকারিকদের শৌচালয়ে। এরপর ব্যাংকে লুটপাট চালায় তারা। দু’টি ব্যাগে নগদ টাকা এবং ভল্টে থাকা গয়নাগাটি ঢুকিয়ে নেয়। প্রায় ১৫ মিনিট ধরে চলে অপারেশন। সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা।    

[আরও পড়ুন: নতুন সংসার পাততে প্রেমিকের হাত ধরে উধাও ঝাড়গ্রামের বধূ! কী পরিণতি যুগলের?]

ব্যাংক ডাকাতির খবর পেয়ে ডিএসপি’র নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে যান জেলা পুলিশসুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায়। প্রাথমিকভাবে পুলিশের দাবি, নগদ ৩০ লক্ষ টাকা এবং ঋণের জন্য জমা দেওয়া সোনার গয়না চুরি যায়।  কে বা কারা একাজ করল, তা এখনও জানা যায়নি। ব্যাংক চত্বরে থাকা একটি সংস্থার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

[আরও পড়ুন: কংগ্রেস-সিপিএমের প্রার্থী ও নেতা-সহ ৭ জনকে অপহরণ, আটকে রেখে বেধড়ক মার! কাঠগড়ায় TMC]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement