shono
Advertisement

‘জয় শ্রীরাম’ বলা নিয়ে মদের ঠেকে ধুন্ধুমার, বাধা দিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে

অশান্তিতে উত্তপ্ত দক্ষিণেশ্বর রেলস্টেশন চত্বর৷ The post ‘জয় শ্রীরাম’ বলা নিয়ে মদের ঠেকে ধুন্ধুমার, বাধা দিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:01 AM Aug 16, 2019Updated: 10:02 AM Aug 16, 2019

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: মদ্যপ যুবকদের হামলায় গুরুতর জখম কামারহাটির তৃণমূল কাউন্সিলরের ছেলে৷ অভিযোগ, মদের ঠেকে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা করছিল বেশ কয়েকজন যুবক৷ তাতে বাধা দিতে গিয়েই আক্রান্ত হন কাউন্সিলরের ছেলে৷ বর্তমানে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷

Advertisement

[আরও পড়ুন: এখনই বিয়ে নয়, পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়াল কন্যাশ্রী]

প্রায় প্রতিদিনই দক্ষিণেশ্বর রেলস্টেশন চত্বরে মদের আসর বসায় বেশ কয়েকজন যুবক৷ তার জেরে এলাকার মহিলারা সন্ধের পর থেকে ওই এলাকা দিয়ে হাঁটাচলা করতে পারেন না বলেও অভিযোগ৷ স্থানীয়রা বারবার ওই মদের আসর বন্ধ করার কথা বলেছেন৷ কিন্তু তাঁদের আপত্তিতে কোনও কাজ হয়নি৷ বৃহস্পতিবারও ওই এলাকায় বসে মদের আসর৷ অভিযোগ, সেখানেই জোর করে দুই যুবককে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা চলছিল৷ তা নিয়েই বচসার সূত্রপাত৷  

[আরও পড়ুন: বিজেপির দাপটে হাতছাড়া পুরুলিয়া, হারানো জমি ফিরে পেতে ‘গণপ্রচার’ই হাতিয়ার তৃণমূলের]

খবর পৌঁছয় কামারহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শংকরী ভৌমিকের কাছে৷ তাঁর কথা মতোই ঘটনাস্থলে যান কাউন্সিলরের ছেলে অরিন্দম৷ অভিযোগ, অশান্তি থামাতে বলায় কাউন্সিলরের ছেলেকে বেধড়ক মারধর করা হয়৷ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ ঘটনাস্থলে পৌঁছয় বরাহনগর এবং বেলঘরিয়া থানার পুলিশ৷ মদ্যপ যুবকেরা পুলিশের সামনেও মারামারি চালিয়েই যায়৷ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকেও হেনস্তা করা হয়৷ বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ৷ তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷

[আরও পড়ুন: খেলতে গিয়ে বুকে লাগল বল, মাঠেই মৃত কিশোর ফুটবলার]

এদিকে, মদ্যপ যুবকের হামলায় গুরুতর জখম হন কাউন্সিলরের ছেলে অরিন্দম ভৌমিকের ছেলে অরিন্দম৷ কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানেই আপাতত ভরতি রয়েছেন তিনি৷ এই ঘটনায় জখম হয়েছেন আরও একজন৷ তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন৷ বিজেপি নেতৃত্বের অঙ্গুলিহেলনেই কাউন্সিলরের ছেলের উপর হামলা চালানো হয়েছে বলেই দাবি তৃণমূলের৷ যদিও এই ঘটনায় গেরুয়া শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ 

The post ‘জয় শ্রীরাম’ বলা নিয়ে মদের ঠেকে ধুন্ধুমার, বাধা দিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের ছেলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement