দিব্যেন্দু মজুমদার, হুগলি: ভোটপ্রার্থীরা যখন প্রচারে বেরোন, তখন তাঁদের সঙ্গে ছবি তোলেন অনেকেই। শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তেমনই একটি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় এক আরএসএস নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।
[ আরও পড়ুন: গাড়িতে প্রচুর টাকা-সহ গভীর রাতে আটক ভারতী ঘোষ, উত্তেজনা পিংলায়]
ঘটনার সূত্রপাত গত মাসের শেষের দিকে। তখনও হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট হয়নি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাস্তায় এক বন্ধুর মেয়ের সঙ্গে দেখা যায় তাঁর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেদিন নেহাতই সৌজন্যবশত কল্যাণের গলায় মারা পরিয়ে দিয়েছিল ওই কিশোরী। তৃণমূল প্রার্থী আবার সেই মালাটি খুলে ওই কিশোরীর গলায় পরিয়ে দিয়েছিলেন। ছবিও তোলা হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ওই কিশোরীর বাবা। তাঁর অভিযোগ, সেই ছবিটি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করেন স্থানীয় আরএসএস নেতা অমানিশ আইয়ার। ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। এখানেই শেষ নয়, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোটের দিন সেই ছবি দেখিয়ে বিজেপি কর্মীরা ভোটারদের প্রভাবিত করারও চেষ্টা করেন বলে অভিযোগ।
গত ৪ মে অভিযুক্ত আরএসএস নেতা অমানিশ আইয়ারের বিরুদ্ধে শ্রীরামপুর থানার এফআইআর করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট দিলীপ যাদব। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আরএসএস নেতাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শ্রীরামপুর মহকুমা আদালত। এদিকে ওই আরএসএস নেতাকে যখন গ্রেপ্তার করে শেওড়াফুলি ফাঁড়িতে আনা হয়, তখন ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান প্রায় শ’খানেক বিজেপি ও আরএসএস সমর্থক। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ।
[আরও পড়ুন: ৭৪০ কোম্পানি বাহিনী ষষ্ঠ দফার ভোটে]
The post তৃণমূল প্রার্থীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, গ্রেপ্তার আরএসএস নেতা appeared first on Sangbad Pratidin.
