shono
Advertisement

গাড়ি থেকে নেমে নাচ রূপার, মালদহে বিজেপি প্রার্থীর প্রচারে চমক

গাজোলে খগেন মুর্মুর প্রচারে গিয়ে নাচলেন রূপা গঙ্গোপাধ্যায়৷ The post গাড়ি থেকে নেমে নাচ রূপার, মালদহে বিজেপি প্রার্থীর প্রচারে চমক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:51 PM Apr 21, 2019Updated: 08:51 PM Apr 21, 2019

বাবুল হক, মালদহ: একসময়ে রুপোলি পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন সাবলীল অথচ বলিষ্ঠ অভিনয় দিয়ে৷ অভিনয় জগতের বাইরে বেরিয়ে রাজনীতির ময়দানে নামার পর ভাষণেও ততটাই দৃপ্ত স্বর শোনা গিয়েছে৷ আর এবার পথে নেচে মাতালেন আমজনতাকে৷
এমন বহুমুখী প্রতিভায় যিনি প্রতিভাত, তিনি রূপা গঙ্গোপাধ্যায়৷ একসময়ের দাপুটে অভিনেত্রী, বর্তমানের বিজেপি নেত্রী৷

Advertisement

[ আরও পড়ুন : বালুরঘাটে অর্পিতা ঘোষের হয়ে প্রচারে দেব, সভায় জনতার ঢল]

দীর্ঘদিনের বামসঙ্গ ছেড়ে সদ্যই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন প্রাক্তন বিধায়ক খগেন মুর্মু৷ তাঁর নেতৃত্বে ভরসা রেখে বিজেপি এবার মালদহ উত্তর কেন্দ্রে তাঁকে প্রার্থীও করেছে৷ রবিবার সেই খগেন মুর্মুর প্রচারে গিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়৷ দুপুরবেলা গাজলে হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী খগেন মুর্মুকে নিয়ে প্রচার করেন৷ সঙ্গে ছিল ব্যান্ড পার্টি, ঢাকঢোল, ছিলেন অগণিত কর্মী, সমর্থক৷ কিছুক্ষণ প্রচারের পর গাড়ি থেকে নেমে পড়েন রূপা৷ তখন ব্যান্ডের তালে বাজছিল সুর৷ এরপরই তিনি একটি জায়গায় দলের মহিলা সদস্যদের জড়ো করে নাচের প্রস্তুতি নেন৷ ঢাকের বোলে তখন দেবী বিসর্জনের বাজনা৷ রোদ মাথায় করে তাতেই নেচে উঠলেন রূপা৷ শাড়ি কোমরে জড়িয়ে দু, একজনকে সঙ্গে নিয়ে শুরু হল নাচ৷ সঙ্গে নাচলেন দলের মহিলা সদস্যরাও৷ নেত্রীকে এভাবে নাচতে দেখে ভিড় জমে যায় রাস্তার দু’ধারে৷ নিরাপত্তারক্ষীরা ভিড় সামলাতে বেশ হিমশিম খান৷ কেউ কেউ মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রাখেন৷ এমন দুর্লভ মুহূর্ত তো সহজে পাওয়া যায় না৷

[ আরও পড়ুন: ‘ভোটের পর হিসেব বুঝে নেব’, তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ফের বিস্ফোরক দিলীপ]

আপনমনে বেশ কিছুক্ষণ ধরে নাচ করলেও, জনসংযোগের জন্যই যে রূপা গঙ্গোপাধ্যায়ের এমন চমক, সে বিষয়ে কোনও সংশয় নেই কারও৷ তবে মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সেই নাচে যোগ দেননি৷ অনেকে আবার এতেও কটাক্ষ করছেন৷ দীর্ঘদিন বামপন্থী ঘরানার নেতার বোধহয় আচমকা এমন পরিকল্পনাহীন কাজ বিশেষ পছন্দ হল না৷ সে যাই হোক, রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, মালদহ উত্তরে এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়ে আসলে ভোটের বাজারে বিশেষ প্রভাব ফেলতে পারবে না বিজেপি৷ তা বুঝেই প্রচারে চমক দিয়ে জনসমর্থন কিছুটা টানার চেষ্টা করলেন দলের রাজ্যসভার সদস্য তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷ সবটাই হয়তো কর্মসূচির মধ্যেই ছিল৷

The post গাড়ি থেকে নেমে নাচ রূপার, মালদহে বিজেপি প্রার্থীর প্রচারে চমক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার