shono
Advertisement
Murshidabad Waqf Chaos

মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তির জের! মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড সামশেরগঞ্জের ওসি-এসআই

জঙ্গিপুর পুলিশ জেলায় এতদিন একজনমাত্র অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এবার আরও একজন এএসপি নিয়োগ করা হল।
Published By: Paramita PaulPosted: 10:11 AM May 04, 2025Updated: 10:19 AM May 04, 2025

শাহজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদে ওয়াকফ-অশান্তি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ। আর তাই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড সামশেরগঞ্জের ওসি এবং সাব ইন্সপেক্টর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবাবের জেলায় যাওয়ার আগেই বড় সিদ্ধান্ত। পাশাপাশি, জঙ্গিপুর পুলিশ জেলায় এতদিন একজনমাত্র অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এবার আরও একজন এএসপি নিয়োগ করা হল।

Advertisement

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত মাসে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। প্রতিবাদের নামে গুন্ডামিতে ভয়াবহ পরিস্থিতি ছিল নবাবের জেলায়। শান্তি ফিরিয়ে আনতে হাই কোর্টের নির্দেশে নেমেছিল কেন্দ্রীয় বাহিনী। সেই সময় কর্তব্যে গাফিলতির অভিযোগে সামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ এবং থানার মেজোবাবু তথা এসআই জালালউদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুরু হয়েছিল বিভাগীয় তদন্তও। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল। যতদিন সাসপেন্ড থাকবেন ততদিন তাঁর বেসিক বেতনের অর্ধেক পাবেন। পাশাপাশি সরকারি জিনিসপত্র সমস্ত জমা দিয়ে দিতে হবে। তবে প্রতিদিন জঙ্গিপুর পুলিশ জেলার রোল কলের সময় তাঁদের উপস্থিত থাকতে হবে। 

জঙ্গিপুর পুলিশ জেলায় এতদিন একমাত্র অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন  মহম্মদ নাসির। এবার মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়াকে নিয়োগ করল জঙ্গিপুর পুলিশ জেলায় একই পদে বদলি করা হল। প্রসঙ্গত, ওয়াকফ অশান্তির পর সোমবার নবাবের জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের আগে পুলিশ প্রশাসনের এই পদক্ষেপ নিসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত মাসে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ।
  • প্রতিবাদের নামে গুন্ডামিতে ভয়াবহ পরিস্থিতি ছিল নবাবের জেলায়।
  • শান্তি ফিরিয়ে আনতে হাই কোর্টের নির্দেশে নেমেছিল কেন্দ্রীয় বাহিনী।
Advertisement