shono
Advertisement
Sandeshkhali

আবার সেই সন্দেশখালি, এবার পুলিশ ক্যাম্পে হামলা, গুরুতর জখম কনস্টেবল

অভিযোগ, গভীর রাতে শিতুলিয়ার ক্যাম্পে ঢুকে ওই কনস্টেবলকে রড দিয়ে মারধর করে দুষ্কৃতীরা।
Posted: 12:21 PM Apr 09, 2024Updated: 05:28 PM Apr 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির (ED) পর এবার পুলিশের উপর হামলা সন্দেশখালিতে। সোমবার গভীর রাতে শিতুলিয়ার একটি পুলিশ ক্যাম্পে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তাতে গুরুতর আঘাত পেয়েছেন এক কনস্টেবল। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে সন্দেশখালি (Sandeshkhali) থানার পুলিশ। শিতুলিয়া পুলিশ ক্যাম্পের ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল। সকাল থেকে ওই ক্যাম্পে প্রহরা আরও বাড়ানো হয়েছে।

Advertisement

এই পুলিশ ক্যাম্পে সোমবার রাতে হামলা হয়। তার পর তালাবন্ধ ক্যাম্প। নিজস্ব চিত্র।

জানা গিয়েছে, সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের শিতুলিয়ায় একটি পুলিশ ক্যাম্প রয়েছে। এমনিতেই গত জানুয়ারি মাসের ঘটনার পর থেকে সন্দেশখালির স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশি প্রহরা বেড়েছে। রাতভর সেখানে পাহারা দেওয়া হয়। সোমবারও সেই কাজই করছিলেন পুলিশ কর্মীরা। অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী হামলা (Attack) চালায় শিতুলিয়ার ওই পুলিশ ক্যাম্পে।
রাত ১১টার পরে পুলিশ ফাঁড়িতে ঢুকে কয়েকজন দুষ্কৃতী পুলিশকর্মীদের উপর চড়াও হয়। শুরু হয় মারধর। সন্দীপ সাহা নামে এক কনস্টেবল গুরুতর আহত হন। অভিযোগ, তাঁকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।

[আরও পডুন: মাহি নামতেই ‘ধোনি, ধোনি’ চিৎকার, দর্শকের গর্জন শুনে ‘বিরক্ত’ রাসেল, ভিডিও ভাইরাল]

সন্দীপ সাহাকে প্রথমে আহত অবস্থায় সন্দেশখালির খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় চোট ছিল। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি আহত কনস্টেবলকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সন্দীপবাবুর শারীরিক পরিস্থিতি বিশেষ ভালো নয়। এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সন্দেশখালি থানার পুলিশ। কী কারণে এই পুলিশ ক্যাম্পে হামলা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে।

কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত পুলিশ কনস্টেবলকে।নিজস্ব চিত্র।

হাসপাতাল সূত্রে খবর, সন্দীপবাবুর মাথায় অস্ত্রোপচার হবে।  তার জন্য বেশ কিছু পরীক্ষা করেছেন চিকিৎসকরা। তবে তিনি এখনও সংকটজনক।

দেখুন ভিডিও:

[আরও পডুন: পথের কাঁটা ‘ঘরে’রই নির্দল-ISF প্রার্থী! ভোটের আগে ‘শাখের করাত’ জঙ্গিপুরের TMC প্রার্থীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সন্দেশখালিতে এবার আক্রান্ত পুলিশ।
  • রাতে শিতুলিয়ার পুলিশ ক্যাম্পে ঢুকে দুষ্কৃতী হামলার অভিযোগ।
  • গুরুতর আহত পুলিশ কনস্টেবল।
Advertisement