দেবব্রত মণ্ডল, বারুইপুর: এবার দলের প্রধানদের উদ্দেশে কড়া বার্তা শওকত মোল্লার। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেই দল থেকে বিতারিত করার হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সংগঠনকে মজবুত করতে বার্তা দিলেন দলের কর্মীদের।
শিক্ষক নিয়োগ থেকে শুরু আবাস যোজনার ঘর-সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ভুরিভুরি। অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় শাসকদলের নেতা কর্মীরা। যা ভোটের ময়দানে বিরোধীদের যে খানিকটা হলেও সুবিধা করে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তাই পঞ্চায়েত বোর্ড গঠন হতে না হতেই দলের প্রধানদের কড়া বার্তা দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে নবনির্বাচিত ভাঙড় ২ ব্লক অধীনস্থ নটি গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান ও নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেন শওকত মোল্লা, আরাবুল ইসলামরা। সেখানেই প্রধানদের কড়া বার্তা দেন তিনি।
[আরও পড়ুন: উপনির্বাচনের আগেই সরানো হল ধূপগুড়ির বিডিওকে, নেপথ্যে পঞ্চায়েতের ব্যালট বিতর্ক?]
শওকত মোল্লা বলেন, “নিজের সম্মান যদি বাঁচাতে চাও তাহলে কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ বন্ধ করো। কোনও প্রধান যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাঁকে প্রধান পদ থেকে তাড়িয়ে দেব। যত বড় প্রধানই সে হোক না কেন।” এর পাশাপাশি সংগঠনকে মজবুত করার জন্য একাধিক নির্দেশ দেন শওকত। এর পাশাপাশি সকল প্রধান-উপপ্রধান মহিলাকেও দলীয় ও প্রশাসনিক মিটিংয়ে হাজির থাকার নির্দেশ দিয়েছেন তাঁরা।