shono
Advertisement
Daspur

নাবালিকার বিয়ে বন্ধে স্কুলে বিচারক, দাসপুরে তুমুল শোরগোল

আইনি সচেতনতা শিবিরে নাবালিকা বিবাহ বন্ধের আর্জি জানান বিচারক।
Published By: Sayani SenPosted: 12:41 PM May 03, 2025Updated: 12:51 PM May 03, 2025

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: নাবালিকা বিবাহ নিয়ে উদ্বিগ্ন পশ্চিম মেদিনীপুর জেলা আদালতও। নাবালিকার বিবাহ বন্ধে জেলার সব হাইস্কুলের ছাত্রছাত্রী এবং তাদের, অভিভাবকদের নিয়ে সভা করতে চায় জেলা আদালতের আইনি পরিষেবা কর্তৃপক্ষ। আদালতের এজলাস ছেড়ে এবার স্কুলে স্কুলে যাচ্ছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা জেলা আদালতের সিভিল জজ সিনিয়র ডিভিশন শাহিদ পারভেজ। মঙ্গলবার দাসপুর ২ ব্লকের দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলেন বিচারক। এদিন তিনি প্রথমে গিয়েছিলেন গৌরা সোনামুই কে বি হাইস্কুল ও ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত নাবালিকা বিবাহ বন্ধ নিয়ে সচেতনতা শিবিরে।

Advertisement

তিনি তাঁর বক্তব্যে বলেন, "নাবালিকা বিবাহ একটি আইনগত অপরাধ। অনেকেই এখনও এই আইন সম্বন্ধে সচেতন নন। অল্পবয়সি ছেলেমেয়েরা আবেগের বশে বিয়ে করে ফেলছে তা বন্ধ করতে হবে আমাদেরই। ছেলেমেয়েদের অভিভাবককে সচেতন হতে হবে সবার আগে।" তিনি বলেন, "স্কুলগুলিতে কেন স্কুলছুট হচ্ছে তা হাই কোর্টকে মাসে মাসে জানাতে হবে জেলা আদালতগুলিকে। কেন ১৮-র এক পড়ুয়া মাঝপথে পড়াশোনা বন্ধ করে দিচ্ছে তা জানতে চায় হাই কোর্টও। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জেলায় ৪৭টি নাবালিকা বিবাহ বন্ধ করা গিয়েছে। নাবালিকারা সবাই ছাত্রী। তাই আমরা জেলার স্কুলে স্কুলে আইনি সচেতনতা শিবির করে ছাত্র ছাত্রীদের সচেতন করে তুলতে চাই।"

শিবিরে উপস্থিত দাসপুর ২ ব্লকের বিডিও প্রবীরকুমার শীট জানিয়েছেন, ব্লক প্রশাসনের উদ্যোগে এক বছরের মধ্যে 'চাইল্ড ম্যারেজ ফ্রি' ব্লক হিসাবে গড়ে তোলার কর্মসুচি নেওয়া হয়েছে।" শিবিরে ছিলেন গৌরা সোনামুই কে বি হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রণজিৎ জানা, ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের সভাপতি গঙ্গাধর রায়, আইনজীবী তমোঘ্ন সাউ প্রমুখ। এদিন এই ব্লকের বরুণা সৎসঙ্গ হাইস্কুলেও আইনি সচেতনতা শিবিরে নাবালিকা বিবাহ বন্ধের আর্জি জানান জেলা আদালতের সিভিল জজ সিনিয়র ডিভিশন শাহিদ পারভেজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাবালিকার বিয়ে বন্ধে স্কুলে স্কুলে বিচারক।
  • পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তুমুল শোরগোল।
  • আইনি সচেতনতা শিবিরে নাবালিকা বিবাহ বন্ধের আর্জি জানান বিচারক।
Advertisement