shono
Advertisement

গণতন্ত্রে মানুষই ‘ম্যান অফ দ্য ম্যাচ’, বিজেপির ভরাডুবিতে টুইট মমতার

সেমিফাইনাল বলে দেবে ফাইনালের ফলাফল, বললেন মুখ্যমন্ত্রী৷ The post গণতন্ত্রে মানুষই ‘ম্যান অফ দ্য ম্যাচ’, বিজেপির ভরাডুবিতে টুইট মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:31 PM Dec 11, 2018Updated: 04:59 PM Dec 11, 2018

কিংশুক প্রামাণিক, নয়াদিল্লি: কারও কৃতিত্ব নয়। কৃতিত্ব মানুষের। রাজ্যে রাজ্যে বিজেপির এই পরাজয় আসলে মানুষের জয়৷ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের প্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পরাজয়ে উচ্ছ্বসিত তৃণমূলনেত্রী। মঙ্গলবার সকাল থেকে ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে ছিলেন তিনি। সকাল থেকেই টেলিভিশনে নজর রেখেছিলেন।

Advertisement

[পাঁচ রাজ্যের রায় LIVE: মধ্যপ্রদেশে শেষ মুহূর্তে টানটান লড়াই, রাজস্থান ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত]

ফল স্পষ্ট হতেই তিনি জানিয়ে দেন, “মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এটা মানুষের রায়। এই জয় দেশের মানুষের জয়।”

[লোকসভা নির্বাচনের সেমিফাইনালে ভরাডুবি বিজেপির, কী বললেন মোদি?]

সংসদ মুলতবি হয়ে যাওয়ায় আর সেখানে যাননি। ঘরে বসেই বিজেপির এই জয় উপভোগ করেছেন। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে যেভাবে মানুষের মত তথা কৃষকদের প্রতিবাদ প্রতিফলিত হয়েছে, তা নিয়ে তৃণমূলনেত্রীর মত, “গণতন্ত্রের জয় হয়েছে। অবিচার, অত্যাচার, প্রাতিষ্ঠানিক ধস, সরকারি এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে জয়। যুব, দলিত, তফসিলি জাতি-উপজাতি-সহ সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়, সংখ্যালঘু ও সাধারণ সম্প্রদায়ের জন্য সরকার কোনও কাজ করেনি। তারই ফল পেয়েছে।”

[পাঁচ রাজ্যের রায় LIVE: মধ্যপ্রদেশে শেষ মুহূর্তে টানটান লড়াই, রাজস্থান ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত]

সরাসরি এই ফলাফলকে সেমিফাইনালের রায় বলে মন্তব্য করে মমতা বলেছেন, “সেমিফাইনাল প্রমাণ করে দিল বিজেপি আর কোথাও নেই। এটাই গণতন্ত্রের প্রকৃত ইঙ্গিত। ২০১৯-এ হবে ফাইনাল ম্যাচ। সবশেষে মানুষই গণতন্ত্রের ম্যান অফ দ্য ম্যাচ।” ঔদ্ধত্যের কারণেই বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেন তিনি৷ কংগ্রেসকে সমর্থনেরও বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

The post গণতন্ত্রে মানুষই ‘ম্যান অফ দ্য ম্যাচ’, বিজেপির ভরাডুবিতে টুইট মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement