রিন্টু ব্রহ্ম, বর্ধমান: এবার চায়ের কাপে এসএফআই-ডিওয়াইএফআই। একাধিক কর্মসূচি সফল করতে ‘চায়ে পে চর্চা’-কেই হাতিয়ার করল বাম-ছাত্র যুব সংগঠন। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের এসএফআই-ডিওয়াইএফআইয়ের তরফে কাগজের কাপে ছাপানো হয়েছে সংগঠনের লোগো। চায়ের দোকানে বিলি করা হচ্ছে এই কাপ। এক সময় যে ‘চা’ সেন্টিমেন্ট-কে ব্যবহার করে প্রচারে ঝাঁপিয়ে ছিল বিজেপি। এবার সেই পথে হেঁটেই হারানো জায়গা পুনরুদ্ধারের লড়াইয়ে বাম ছাত্র-যুবরা। পাশাপাশি, একাধিক দাবি নিয়ে বুধবার জেলাশাসকের দপ্তরে অভিযানও করে এসএফআই ও ডিওয়াইএফআই।
[আরও পড়ুন:হবু স্ত্রীর কাছ থেকে ঘুষ! ভাইরাল ভিডিওয় বিপাকে পুলিশ আধিকারিক]
শিক্ষা, বেকারত্ব দূরীকরণ ও বেকার ভাতার দাবিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের ডাক দিয়েছে এসএফআই ও ডিওয়াইএফআই। একই দাবিতে বুধবার জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল এসএফআইয়ের। অভিযোগ, জেলাশাসকের দপ্তরে যাওয়ার সময় পুলিশের দুইটি ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে ছাত্র-যুবরা। এরপর জেলা শাসকের দপ্তরে না গিয়েই তাঁরা সোজা চলে যায় বর্ধমান জেলা আদালত চত্বরে। এরপর ফের জেলাশাসকের দপ্তরের সামনে গিয়ে বসে পড়েন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে সংগঠনের সদস্যরা। এ প্রসঙ্গে এসএফআই-ডিওয়াইএফআই নেতারা জানান, ইচ্ছাকৃতভাবে কোনও অশান্তি করা হয়নি।
সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামিদিনে জেলাজুড়ে তাঁদের নানা কর্মসূচি রয়েছে। হারানো জমি ফিরে পেতে প্রচারেও অবিনবত্ব আনা হয়েছে বলেও জানান তাঁরা। ইতিমধ্যেই জেলা জুড়ে নজরে পড়ছে হাতে লেখা পোস্টার, টাঙানো হয়েছে ব্যানারও। মাইকে প্রচারও জোর দিয়েছে সংগঠন। চায়ের কাপের পাশাপাশি জলের বোতলেও বার্তা ছাপিয়ে প্রচার করা হচ্ছে সংগঠনের তরফে। এ প্রসঙ্গে জামালপুর লোকাল কমিটির এসএফআইএর সম্পাদক সন্দীপ সাঁতরা বলেন, “ছাত্র-যুবদের কাছে পৌঁছতে ও তাঁদের মনে ঢুকতে আমরা নানা ভাবে প্রচার করছি। চায়ের দোকানের অনেকেই আমাদের সহযোগিতা করছেন। ছাত্র-যুবদের দাবি নিয়েই আমরা লড়ছি। ওদের মত করেই ভাবার চেষ্টা করছি।”
[আরও পড়ুন:মিথ্যে মামলায় গ্রেপ্তার ও নির্যাতন, সিউড়ি আদালতে অভিযোগ পরিবারের]
পূর্ব বর্ধমানের এসএফআইয়ের সম্পাদক অনির্বাণ রায়চৌধুরি বলেন, “নতুন উপায়ে প্রচার করছি। কারণ, ছাত্র রাজনীতি মূল রাজনীতি থেকে আলাদা।” তবে তাঁদের দাবি, বিজেপির চায়ের কর্মসূচি আর তাঁদের প্রচারের ধরণ একেবারে আলাদা। বিজেপি মানুষের আবেগপ্রবণ করে তুলতে এসব করে। কিন্তু এসএফআই শুধু বার্তা পৌঁছনোর জন্য প্রচারের এই পদ্ধতিকে হাতিয়ার করেছে।
The post প্রচারে হাতিয়ার চায়ের কাপ, হারানো জমি পুনরুদ্ধারে লড়াইয়ের ময়দানে এসএফআই appeared first on Sangbad Pratidin.
