shono
Advertisement
Malda Shoot Out

ফের মালদহে শুটআউট, খেলা নিয়ে বচসার জেরে গুলিবিদ্ধ যুবক!

আক্রান্ত ও অভিযুক্ত উভয়েই তৃণমূলের সমর্থক বলে খবর।
Published By: Tiyasha SarkarPosted: 01:00 PM Jan 06, 2026Updated: 02:05 PM Jan 06, 2026

বাবুল হক, মালদহ: ফের মালদহে চলল গুলি (Malda Shoot Out)। মঙ্গলবার সকালে খেলা নিয়ে বচসার জেরে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বন্দুকের বাটের আঘাতে জখম আরও ১ জন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালদহের কালিয়াচকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম জালালউদ্দিন শেখ। তাঁর বয়স ৩৭ বছর। মালদহের কালিয়াচকের যদুপুরের বাসিন্দা তিনি। পেশায় ব্যবসায়ী ওই যুবক তৃণমূল সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে খেলা নিয়ে ওই এলাকায় একটা অশান্তি চলছিল। মঙ্গলবার তা নিয়েই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তা মেটাতে গিয়েই গুলিবদ্ধ হন জালালউদ্দিন শেখ। সূত্রের খবর, এলাকারই বাসিন্দা হেদায়েত শেখ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। জালালউদ্দিনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরেক ব্যক্তিও।

স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবকও তৃণমূল সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। গুলি কাণ্ড নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি বলেন, "তৃণমূলই মারছে, তৃণমূলই মরছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের মালদহে চলল গুলি। মঙ্গলবার সকালে খেলা নিয়ে বচসার জেরে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
  • বন্দুকের বাটে আঘাতে জখম আরও ১ জন।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালদহের কালিয়াচকে।
Advertisement