shono
Advertisement

চুরির বাইকে প্রেমিকার সঙ্গে ডেটিং, তেল ফুরোতেই শ্রীঘরে যুবক

প্রেমিকার সঙ্গে ‘ডেটিংয়ে’ গিয়ে যা কাণ্ড ঘটাল প্রেমিক! The post চুরির বাইকে প্রেমিকার সঙ্গে ডেটিং, তেল ফুরোতেই শ্রীঘরে যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Apr 14, 2018Updated: 07:28 PM Apr 15, 2018

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: পরীক্ষার শেষে প্রেমিকাকে নিয়ে ‘ডেটিংয়ে’ যাওয়ার কথা আগে ছকে ফেলেছিল প্রেমিক৷ দিনক্ষণ হয়েছিল চূড়ান্ত৷ কিন্তু, ‘ডেটিংয়ে’ যাবে কিসে? তা নিয়েই বাধল যত কাণ্ড!

Advertisement

মুশকিল আসান করতে এক বন্ধুর বাইক কয়েক ঘণ্টার জন্য ধার নেয় প্রেমিক যুবক৷ বাইক নিয়ে প্রেমিকা সঙ্গে দেখাও হয়৷ চলতে থাকে প্রেমালাপ৷ কিন্তু, হঠাৎ পুলিশের উপস্থিতিতে ভেস্তে গেল সবকিছুই৷ পুলিশ ওই ‘প্রেমিক’ যুবককে গ্রেপ্তার করে জানিয়ে দেয়, বাইকটি চোরাই৷ কয়েকদিন ধরে খোঁজা হচ্ছিল৷ বেগতিক বুঝে প্রেমিকা উধাও৷

বাইক চুরির অপরাধে বছর কুড়ির কিষাণ সিংহকে থানায় নিয়ে যায় পুলিশ৷ বাগডোগরা থানা এলাকার ঘোষপুকুরের বাসিন্দা ওই যুবকে পরে গ্রেপ্তার করে পুলিশ৷ এই ঘটনার পর নকশালবাড়ি থানার ওসি তপন পাল জানান, ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়৷ বিচারক অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷

জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে, বৃহস্পতিবার এক বন্ধুর কাছ থেকে বাইকটি চেয়ে নেয় সে৷ বাইকে তেল কম ছিল৷ সেদিকে হুঁশ ছিল না তার৷ গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতে হবে৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওই প্রেমিকার পরীক্ষা শেষ হতেই তার সঙ্গে দেখা করার পরিকল্পনা নেয় কিষাণ৷ পড়াশোনায় নিজে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের গণ্ডিতে থেমে যাওয়া এই যুবক প্রেমিকাকে নিয়ে এদিন বাইকে ঘুরে বেড়ানোর পরিকল্পনা নেয়৷ কিন্তু বাদ সাধে বাইকের তেল৷

বাইকে পেট্রল কম থাকায় কিছুক্ষণ পর সেটি স্টার্ট নিচ্ছে না দেখে বিষয়টি বুঝতে পারে সে৷ এরপর সেই বাইকে তেল ভরতে পেট্রল পাম্পের উদ্দেশে হাঁটতে শুরু করে৷ পথে পুলিশ তার পথ আটকে গাড়ির কাগজপত্র দেখতে চায়৷ আর তা না পেয়ে বাইক-সহ তাকে গ্রেপ্তার করে৷ জেরার মুখে অভিযুক্ত জানিয়েছে, বাইকটি সে চুরি করেনি৷ প্রেমিকার সঙ্গে দেখা করবে বলেই এক বন্ধুর কাছ থেকে সেটি চেয়ে নিয়ে আসে৷ যদিও পুলিশ তার বক্তব্য খতিয়ে দেখছে৷

The post চুরির বাইকে প্রেমিকার সঙ্গে ডেটিং, তেল ফুরোতেই শ্রীঘরে যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement