shono
Advertisement

অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে ঢুকছে সিঙ্গুর আন্দোলন

ইতিমধ্যেই স্কুলশিক্ষা পাঠ্যক্রম কমিটি পাঠ্যবস্তুর খসড়া তৈরি করে ফেলেছে। The post অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে ঢুকছে সিঙ্গুর আন্দোলন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:47 PM Nov 06, 2016Updated: 01:42 PM Nov 06, 2016

শ্রীষিতা ঘোষ: দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের জমিরক্ষার লড়াইয়ের ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলপাঠ্যে আসছে সিঙ্গুর আন্দোলন৷ অষ্টম শ্রেণির সিলেবাসে অন্তর্ভুক্তির ভাবনাচিন্তা চলছে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ বুধবার এ বিষয়ে আলোচনা করতে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়৷ ছিলেন স্কুলশিক্ষা দফতর, স্কুলশিক্ষা পাঠ্যক্রম কমিটি, মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা৷ মন্ত্রী বলেন, “আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণির ইতিহাসের সিলেবাসে সিঙ্গুর আন্দোলন অন্তর্ভুক্তির কথা ভাবছি৷ ইতিমধ্যেই স্কুলশিক্ষা পাঠ্যক্রম কমিটি পাঠ্যবস্তুর খসড়া তৈরি করে ফেলেছে৷ দ্রুত তা স্কুলশিক্ষা দফতরে জমা পড়বে৷”
দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানাচ্ছেন, সিঙ্গুরের কৃষকদের এই ঐতিহাসিক জয়ের পরই তা পাঠ্য বইয়ে তুলে ধরার জন্য সিলেবাস কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছিল স্কুলশিক্ষা দফতর৷ সিঙ্গুরের এই টানা দশ বছরের জমিরক্ষার লড়াই সিলেবাসে আনা যায় কি না তা খতিয়ে দেখে কমিটি৷ তার পরই তা সিলেবাসে নিয়ে আসার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ ইংরেজ আমল থেকে রাজ্য তথা দেশে যেসমস্ত ভূমি আন্দোলন রয়েছে, সেগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই সিঙ্গুর আন্দোলনকে স্কুলপাঠ্যে নিয়ে আসা হচ্ছে৷
প্রাথমিকভাবে স্হির হয়েছিল এটি নবম-দশমের সিলেবাসে আনা হবে৷ কিন্তু সবদিক বিবেচনা করে তা আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণির ইতিহাসের সিলেবাসে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়৷
শ্রমিক দিবস, কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ-সহ বিভিন্ন অধিকার রক্ষার আন্দোলনগুলি ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে৷ স্কুলপাঠ্যের ইতিহাসে সেগুলির উল্লেখ রয়েছে৷ ঠিক তেমনই সিঙ্গুর আন্দোলনকেও পাঠ্য বইয়ের পাতায় তুলে ধরা হলে তা তাৎপর্যপূর্ণ হবে বলেই মত ওয়াকিবহাল মহলের৷ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের প্রেক্ষিতেই কৃষকদের ধারাবাহিক আন্দোলনের জয় হিসাবে এটিকে দেখা হচ্ছে৷ সারা দেশেই জমি আন্দোলনের মাইলফলক হিসাবে তা চিহ্নিত হয়েছে৷
জমি আন্দোলনের শুরু, ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর বিডিও অফিসে রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রহার ও আড়াই বছরের পায়েল বাগের জেল, মমতার ২৬ দিনের অনশন, ১৬ দিনের ধরনা ও বিজয় উৎসব-সহ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, সবটাই খসড়ায় রয়েছে বলে জানা গিয়েছে৷ ইতিহাসবিদদের একটা বড় অংশ সিঙ্গুর আন্দোলন সম্পর্কে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ সাঁওতাল বিদ্রোহ, কৃষক আন্দোলন বা মে দিবসের আন্দোলনকে সিলেবাসে ঢোকানো হলে সিঙ্গুর আন্দোলনেরও ঠাঁই পাওয়া যুক্তিযুক্ত বলে মনে করছেন ঐতিহাসিকরা৷

Advertisement

The post অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে ঢুকছে সিঙ্গুর আন্দোলন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement