shono
Advertisement
SIR in Bengal

শুনানির পর চেপে বসেছিল দেশছাড়া হওয়ার ভয়! এবার 'SIR আতঙ্কে' মৃত মুর্শিদাবাদের বৃদ্ধ

মৃত্যুর দায় কমিশনের উপর চাপিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
Published By: Tiyasha SarkarPosted: 01:29 PM Jan 07, 2026Updated: 03:48 PM Jan 07, 2026

শাহাজাদ হোসেন, ফরাক্কা: এসআইআর (SIR in Bengal) হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন। শুনানির পরই মুর্শিদাবাদের (Murshidabad) মোজাম্মেল শেখের মনে চেপে বসেছিল দেশছাড়া হওয়ার ভয়। যার পরিণতি হল মর্মান্তিক। মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে বৃদ্ধের।

Advertisement

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মোজাম্মেল শেখ ওরফে কালু। তাঁর বয়স ৬৫ বছর। মুর্শিদাবাদের নওদা ব্লকের বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের টুঙ্গি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভোটার কার্ড এবং ২০০২ সালের ভোটার তালিকায় মোজাম্মেল শেখের তথ্যে একাধিক অসঙ্গতি ছিল। ২ জায়গায় নাম ছিল দু'রকম। সেই কারণে গত ৩১ ডিসেম্বর তাঁকে শুনানির জন্য ডাকা হয়। সেই শুনানিতে হাজিরাও দেন মোজাম্মেল। পরিবারের অভিযোগ, ওইদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধ। দেশছাড়া হতে হবেই, এমনটা বিশ্বাস করতে শুরু করেছিলেন।

এসবের মাঝেই মঙ্গলবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। গভীর রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অনুমান, অতিরিক্ত মানসিক চাপের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তাঁদের কথায়, এসআইআরের (SIR in Bengal) বলিই হয়েছেন বৃদ্ধ। ঘটনার দায় কমিশনের উপর চাপিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর বহু ভোটার আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। কেউ আবার চিন্তায় অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। যার প্রতিবাদে বারবার সরব হয়েছে তৃণমূল সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন।
  • শুনানির পরই মুর্শিদাবাদের মোজাম্মেল শেখের মনে চেপে বসেছিল দেশছাড়া হওয়ার ভয়। যার পরিণতি হল মর্মান্তিক।
  • মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে বৃদ্ধের।
Advertisement