shono
Advertisement
SIR in West Bengal

শুনানির লাইনে দাঁড়িয়ে খোদ বিডিও, SIR-এর কাজ ছেড়ে ছুটলেন নিজেই!

ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
Published By: Kousik SinhaPosted: 09:17 AM Jan 06, 2026Updated: 01:25 PM Jan 06, 2026

অরূপ বসাক, মালবাজার: রাজ্যজুড়ে যেখানে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন বিভিন্ন ব্লকের বিডিওরা, সেখানেই ব্যতিক্রমী ছবি সামনে এল মাটিয়ালি ব্লকের মেটলি এলাকায়! এসআইআর শুনানিতে ডাক পড়ল খোদ এক ব্লকের বিডিওর। সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দুদিন আগে দাঁড়িয়ে শুনানিতে অংশ নিতে দেখা গেল লাভা ব্লকের বিডিও ভারতী চিক বড়াইককে। এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement

অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় এসআইআর (SIR in West Bengal) শুনানিতে ডাকা হয়েছে বিডিও ভারতী চিক বড়াইক-সহ তাঁর পিতা কপিল চিক বড়াইক, বোন আরতি চিক বড়াইক ও ভাই প্রণব চিক বড়াইককে। ইতিমধ্যেই বিডিও ভারতী চিক বড়াইক শুনানিতে হাজির হয়েছেন। আগামী শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে তাঁর পরিবারের বাকি তিন সদস্যের।

জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত ছিল না। আর সেখানেই তৈরি হয় বিপত্তি। পরিবার সূত্রে জানানো হয়েছে, তাঁরা ভারতীয় নাগরিক এবং দীর্ঘদিন ধরেই মালবাজার মহকুমার জুরন্তি চা বাগান এলাকায় বসবাস করছেন। তাঁদের দাবি, ১৯৯৯ সালে মেটলি হাসপাতাল পাড়া এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করা হয় এবং ২০০৪ সালে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। তার আগে একাধিকবার ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা হলেও তা সম্ভব হয়নি। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও তীব্র বিতর্ক চলছে। এখন সকলের নজর এসআইআর শুনানির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যতিক্রমী ছবি সামনে এল মাটিয়ালি ব্লকের মেটলি এলাকায়!
  • এসআইআর শুনানিতে ডাক পড়ল খোদ এক ব্লকের বিডিওর।
  • সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দুদিন আগে দাঁড়িয়ে শুনানিতে অংশ নিতে দেখা গেল লাভা ব্লকের বিডিও ভারতী চিক বড়াইককে।
Advertisement