shono
Advertisement
SIR in West Bengal

১০ হাজার আদিবাসীকে SIR নোটিস! 'কীসের কাগজ, আমরাই আদি বাসিন্দা', অনশনে বসলেন তৃণমূল নেতা

লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের আদিবাসী সেল সংগঠনের চেয়ারম্যান দেবু টুডু।
Published By: Subhankar PatraPosted: 04:48 PM Jan 25, 2026Updated: 04:57 PM Jan 25, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় প্রায় ১০ হাজার আদিবাসীকে শুনানিতে ডাক! প্রতিবাদে অনশনে বসলেন তৃণমূলের আদিবাসী সেল সংগঠনের চেয়ারম্যান দেবু টুডু। তাঁর হুঁশিয়ারি, "একজন আদিবাসীরও নাম বাদ গেলে আগুন জ্বলবে।" তিনি বলেন, "সিধু-কানহু ব্রিটিশদের কামান গোলার বিরুদ্ধে শুধু তীর-ধনুক নিয়ে লড়াই করেছিলেন। আমরা তাঁর বংশধর। সেই ভাবেই লড়াই হবে।"

Advertisement

এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে। তা নিয়ে বাংলার আদিবাসীদের মনে আতঙ্ক তৈরি হয়েছে। তারমধ্যেই মধ্যে শুনানিতে ডাক, আদিবাসীদের আতঙ্ক আরও বাড়িয়েছে বলে দাবি দেবু টুডু। তাঁর দাবি, আদিবাসীরা ভারতের আদি বাসিন্দা। তাঁদের কেন কাগজ দেখাতে হবে। এসআইআরের নামে আদিবাসীদের এই হেনস্তার প্রতিবাদে অনশনে বসেছেন এই আদিবাসী নেতা। দেবু টুডু বলেন, "আমরা ভারতের আদি বাসিন্দা। আর আমাদের কাগজ কারা দেখতে এসেছেন? যাঁরা বাইরে থেকে এসেছে।"

কয়েদিন আগে এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অবিভক্ত বর্ধমানের জেলার তৃণমূলের প্রাক্তন সভাধিপতি। বর্ধমান-১ ব্লকে একটি সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। সভা মঞ্চ থেকে বলেন, "এসআইআরে কোনও আদিবাসীর নাম বাদ গেলে নির্বাচন কমিশন নয়, বিজেপির নেতাদের ধরবেন। অযৌক্তিক, অসাংবিধানিকভাবে ভোটারদের বাদ দিলে আমরা ছাড়ব না। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ধরতে যাব না। একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের পিটিয়ে ছালচামড়া তুলে নেব।" তিনি আরও বলেন, “ইলেকশন কমিশন বিজেপির কথায় চলছে। অযৌক্তিক, অবৈধভাবে ভোটারদের নাম বাদ দিতে চাইছে। জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দালাল।” এবার শুনানিতে ডাকার প্রতিবাদে তিনি অনশনে বসলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement