shono
Advertisement
Pawan Singh

রাজ্য গোয়েন্দাদের থোড়াই কেয়ার! দুবার CID হাজিরা এড়িয়ে সুপ্রিম কোর্ট দেখালেন অর্জুনপুত্র

বুধের পর শুক্রবারও সিআইডি তলব এড়িয়েছেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক।
Published By: Sucheta SenguptaPosted: 07:13 PM Jan 10, 2025Updated: 07:16 PM Jan 10, 2025

অর্ণব দাস, বারাকপুর: বুধবারের পর ফের শুক্রবারও ফের সিআইডি-র হাজিরা এড়ালেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক অর্জুনপুত্র পবন সিং। আগের দিন ব্যাঙ্কশাল কোর্টে এনআইএ-র মামলায় সাক্ষী দিয়েছিলেন তিনি। আর সেই কারণ দেখিয়ে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় ভবানীভবনে হাজিরা দিতে যাননি বিজেপি বিধায়ক। তাই তাঁকে ফের শুক্রবার দুপুর সাড়ে বারোটায় তলব করা হয়েছিল। কিন্তু এদিন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন পবন। আর তা দেখে কেউ কেউ কটাক্ষের সুরে বলছেন, বাবার মতোই বেপরোয়া পবন! রাজ্য গোয়েন্দাদের আমল দিতে নারাজ।

Advertisement

এদিকে, বারবার সিআইডি তলব নিয়ে রাজ্য তদন্তাকারী সংস্থার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন বারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির একমাত্র বিধায়ক। পবনের অভিযোগ, "গতদিন আমাকে হাজিরা দেওয়ার যে নোটিস দেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে জানিয়েছিলাম যে ১০ তারিখের পরে দেখা করতে পারব। তারপরেও আমাকে ১০ তারিখেই তলব করা হল। এদিন আমার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে। তাই যেতে পারব না। লিখিত জানিয়ে পরবর্তী তারিখ চেয়েছি।"

তাঁর আরও অভিযোগ, "বারবার সিআইডি তলবের উদ্দেশ্যই হল হেনস্থা করা। কোন টেন্ডার নিয়ে দুর্নীতি হয়নি? সময়মতো কাজ শেষ হয়নি? এনিয়ে বারবার এভাবে হেনস্থা করলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই হবে।" বারবার এই তলব এড়ানো নিয়ে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানের দেবজ্যোতি ঘোষের কটাক্ষ, ''হাজিরা না দেওয়ার কারণ আসলে অজুহাত। যদি নিজেরা নিজেদের কাছে সৎ থাকে, তাহলে তো উচিত ছিল গোয়েন্দাদের মুখোমুখি হওয়া। বারবার এভাবে তলব এড়ানোতেই মানুষের সন্দেহ তৈরি হবে। এটাই স্বাভাবিক।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারবার সিআইডি তলব এড়ালেন অর্জুনপুত্র পবন সিং।
  • রাজ্য় গোয়েন্দাদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের।
Advertisement