shono
Advertisement

‘সন্দেশ কিনলে দিল্লি ফ্রি’! নির্বাচনী মরশুমে চমক কোচবিহারের মিষ্টি বিক্রেতার

সন্দেশের রূপেই মুগ্ধ ক্রেতারা, বিকোচ্ছে দেদার৷ The post ‘সন্দেশ কিনলে দিল্লি ফ্রি’! নির্বাচনী মরশুমে চমক কোচবিহারের মিষ্টি বিক্রেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:53 PM Apr 19, 2019Updated: 09:55 PM Apr 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এবার দিল্লি কার দখলে? আরে না না৷ সবসময়ে রাজনীতির কঠিন কঠিন সমীকরণ ভাবতে যাবেন না৷ এই প্রশ্নের উত্তর খুব সোজা৷ যিনি কিনবেন, দিল্লি তাঁরই দখলে৷ উত্তর শুনে ঘাবড়ে যাচ্ছেন? তাহলে একটু খুলেই বলা যাক৷

Advertisement

১১ এপ্রিল সবে ভোট শেষ হয়েছে কোচবিহারে৷ এবার দিন গোনার পালা৷ ফল বেরোবে সেই ২৩ মে অর্থাৎ একমাসেরও বেশি সময় পর৷ এতদিন ধরে ভোট ভোট উত্তেজনাটা জিইয়ে রাখতে হবে তো৷ তাই কোচবিহারের এক মিষ্টি বিক্রেতা বানিয়ে ফেললেন এমন এক সন্দেশ, যাতে ভোট ভোট আবহটা থাকে৷ গোল একটা সন্দেশ, তাতে লেখা – এবার দিল্লি কার দখলে? যিনি বানিয়েছেন, তাঁর নাম বিশ্বদীপ বণিক৷ কোচবিহার শহরে এই মিষ্টি আসার পর থেকেই দেদার বিকোচ্ছে৷ মিষ্টি বিক্রেতা জানাচ্ছেন, ‘এই মিষ্টি ক্রেতাদের হাতে তুলে দিয়ে আসলে বলতে চাইছিলাম, দিল্লির দখল আসলে আমাদেরই৷ এই মিষ্টি যিনি কিনছেন, তাঁরই হয়ে যাবে দিল্লি৷’

আরও পড়ুন :  ‘কোরান-গীতা-বাইবেল পড়েছি, ভেদাভেদ মানি না’, ধর্মনিরপেক্ষতা নিয়ে বার্তা নুসরতের]

দেশজুড়ে নির্বাচন ঘোষণার পর থেকেই নানা মহলে উত্তেজনা৷ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক এঁকে তৈরি হয়েছে মিষ্টি৷ বিজেপির পদ্মফুল কিংবা তৃণমূলের ঘাসফুল ফুটে উঠেছে সন্দেশে৷ সোদপুরের শিবানী সুইটস ক্ষীরের এই মিষ্টি বানিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছিল৷ সেখানেও মিষ্টির লড়াই জমে উঠেছিল বেশ৷ যে যাঁর রাজনৈতিক পছন্দ অনুযায়ী সেখান থেকে কিনে নিচ্ছিলেন রাজনৈতিক দলের প্রতীক সম্বলিত সন্দেশ৷ এই সুযোগে মিষ্টি বিক্রেতাদের এই ভরা বৈশাখেও যাকে বলে ‘পৌষমাস’৷

আরও পড়ুন : পাওনা টাকা চাইতে গিয়ে খুন লটারি বিক্রেতা! ধুন্ধুমার কাটোয়ায়]

এবার সেসবকে টেক্কা দিয়ে মিষ্টির বাজারে নিঃসন্দেহে একধাপ এগিয়ে গেল কোচবিহারের তৈরি সন্দেশ৷ মিষ্টির গায়ে লেখা ‘এবার দিল্লি কার দখলে?’ – এই কথাটাই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে৷ আপাতত ভোটের ফলপ্রকাশের আগে পর্যন্ত এই মিষ্টিতেই জিইয়ে থাকবে নির্বাচনী আবহ৷ এমন মিষ্টি হাতে পেয়ে তো আহ্লাদে আটখানা কোচবিহারবাসী৷ অনেকেই বলছেন, ‘সত্যিকারের দিল্লি দখল তো আমাদের কম্মো নয়, এভাবেই দিল্লি দখলের স্বাদ মেটাই৷’ স্বাদই বটে, আসল দিল্লির মতো টক-ঝাল নয়, এ একেবার মিষ্টি স্বাদ৷   

ছবি: দেবাশিস বিশ্বাস

The post ‘সন্দেশ কিনলে দিল্লি ফ্রি’! নির্বাচনী মরশুমে চমক কোচবিহারের মিষ্টি বিক্রেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement