স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ে কয়লাবোঝাই লরি। সেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। এই ঘটনার পরই পুলিশ ও দমকলের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এক এএসআই-সহ দুই পুলিশকর্মীকে পুড়িয়ে মারার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। শুক্রবার ভোরে ডুয়ার্সের ময়নাগুড়ি বাইপাসের শহিদগড়ে ঘটনাটি ঘটেছে।
‘মেড ইন ইন্ডিয়া’ তকমা পাবে আইফোন, ভারতে কারখানা খুলছে অ্যাপল
এদিন শিলিগুড়িগামী কয়লাবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হয় বাড়িরই সদস্য রাজু রায়ের (২৪)। বাড়িটিতে আগুনও ধরে যায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা এলে, দেরি করে আসার অভিযোগে তাঁদের উপর চড়াও হন স্থানীয়রা। শুরু ইট-পাটকেল ছোড়া। চলে গাড়ি ভাঙচুর।
কর্তব্যরত এক এএসআই-সহ দুই পুলিশকর্মীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারা চেষ্টাও করা হয় বলে অভিযোগ। পরে জলপাইগুড়ি থানা থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিত সামাল দেওয়া হয়।
‘বাহুবলী’র ট্রেলারে নরেন্দ্র মোদি-অমিত শাহ!
The post নিয়্ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ল লরি, মৃত্যু যুবকের appeared first on Sangbad Pratidin.
