shono
Advertisement

টিউশন পড়তে গিয়ে বন্ধুর সঙ্গে মারামারি, বোতলের আঘাতে ছাত্রের মৃত্যু

মর্মান্তিক! The post টিউশন পড়তে গিয়ে বন্ধুর সঙ্গে মারামারি, বোতলের আঘাতে ছাত্রের মৃত্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 PM Jun 29, 2018Updated: 05:56 PM Jun 29, 2018

সৌরভ মাজি, বর্ধমান: টিউশন পড়তে গিয়ে বন্ধুর সঙ্গে বোতল নিয়ে মারপিটের জেরে প্রাণ গেল দশম শ্রেণির ছাত্রের৷ পরিবারের অভিযোগ তেমনই৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরে৷ ওই কোচিং সেন্টারের শিক্ষিকা ও তিন পড়ুয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার৷

Advertisement

[লোকাল ট্রেনের ছাদে উঠে ঘোরাঘুরি যুবকের, চাঞ্চল্য ছড়াল চুঁচুড়া স্টেশনে]

পূর্ব বর্ধমান জামালপুরের পারুল গ্রামের কিশোর সায়ন ঘোষ৷ স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র সে৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় মহিন্দর গ্রামে টিউশন পড়তে গিয়েছিল সে৷ ওই কোচিং সেন্টারে শিক্ষিকা পারমিতা সামুইয়ের কাছে পড়ে জয়দীপ নামে এক ছাত্র ও দুই ছাত্রী৷ সায়ন ঘোষের পরিবারের লোকের দাবি, কিছুক্ষণ পর কোচিং সেন্টার থেকে ফোন করে জানানো হয়, সায়ন অসুস্থ হয়ে পড়েছে৷ খবর পেয়ে তড়িঘড়ি কোচিং সেন্টারের যান তাঁর বাবা বসন্ত ঘোষ৷ দেখেন, সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে দশম শ্রেণির পড়ুয়াটি৷ তার বুকে বরফ ঘষছেন কয়েকজন৷ সায়নকে নিয়ে যাওযা হয় মেমারি গ্রামীণ হাসপাতালে৷ কিন্তু, বাঁচানো যায়নি৷ হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুরে৷

মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, কোচিং সেন্টারে যখন শিক্ষিকা পারমিত সামুই পড়াচ্ছিলেন, তখন বোতল নিয়ে মারামারি করছিল সায়ন ও জয়দীপ৷ সায়নের বুকে বোতলের আঘাত লাগে৷ জ্ঞান হারায় সে৷ পরে হাসপাতালে মৃত্যু হয়৷ ঘটনায় জয়দীপ-সহ শিক্ষিকা ও বাকি দুই ছাত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন সায়ন ঘোষের পরিবারের লোকেরা৷

[দেওয়া হয়নি পার্কিং ফি, অভিযোগে ৫টি অ্যাম্বুল্যান্সে তালা ঝোলাল ঠিকাদার]

The post টিউশন পড়তে গিয়ে বন্ধুর সঙ্গে মারামারি, বোতলের আঘাতে ছাত্রের মৃত্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement