shono
Advertisement

অভিনব উদ্যোগ, দামোদর নদের পাড়ে হরেক জীববৈচিত্রের খোঁজে শুরু অভিযান

আবহাওয়ার পরিবর্তনে জীববৈচিত্রে কী কী পরিবর্তন হচ্ছে তাও সংরক্ষণ করে রাখা হবে৷ The post অভিনব উদ্যোগ, দামোদর নদের পাড়ে হরেক জীববৈচিত্রের খোঁজে শুরু অভিযান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:25 PM Jul 15, 2018Updated: 07:55 PM Jul 15, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: শিল্পশহরের জীববৈচিত্র খুঁজতে প্রথম ‘বায়ো ডাইভারসিটি ওয়াক’৷ দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দামোদর নদকে কেন্দ্র করে গড়ে ওঠা জীববৈচিত্রের সন্ধান চালাল ১৩ জনের একটি প্রতিনিধি দল৷

Advertisement

জীববৈচিত্রের সন্ধানে নামতেই এল সাফল্য৷ উঠে এল বহু নাম না জানা উদ্ভিদ, পতঙ্গ৷ মূলত, পরিবেশের স্বার্থে এই জীববৈচিত্রকে সংরক্ষণ করাই ‘ওয়াইল্ড লাইপ ইনফর্মেশন অ্যান্ড নেচার গাইড সোসাইটি’র অন্যতম কাজ৷ সংরক্ষেণের পাশাপাশি অজানা উদ্ভিদ, কীট, পতঙ্গদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে পরিচয় ঘটানাও ও তাঁদের মধ্যে সচেতন করাটাই সংস্থার মূল লক্ষ্য বলে জানা গিয়েছে৷

[স্ট্যান্ডে চলছে জাগলিং, ফুটবল জ্বরে চন্দননগর যেন মিনি ফ্রান্স]

রবিবার সংগঠনের তরফে প্রথম জীববৈচিত্রের সন্ধানে হাঁটতে গিয়ে যেসব জীবের সন্ধান মিলেছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ ও ছবি তোলাও হয়েছে৷ পরিচয় জানতে ফেসবুকের বিভিন্ন বিশেষজ্ঞদের সহযোগিতা নিচ্ছে এই সংস্থা৷ রবিবার প্রথম ‘বায়েডাইভারসিটি ওয়াক’-এর ৪৩ প্রজাতির পাখি, ১২ রকমের প্রজাপতি, ছ’ধরনের ফড়িংয়ের দেখা মিলেছে৷ দামোদরের পাড়ে দশ রকমের মাকড়সারও সন্ধান মিলেছে৷ উদ্ভিদের মধ্যে স্থলে ৪২ ধরনের উদ্ভিদের খোঁজ মিলেছে সংগঠনের প্রথম ‘জীববৈচিত্রের খোঁজে হাঁটা’য়৷ স্থলজ এই উদ্ভিদের মধ্যে দু’টির প্রজাতি চিহ্নিত করা সম্ভব হয়নি বলেই সংগঠনের সূত্রে জানা গিয়েছে৷ নদের পাড় বা চর অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদের সন্ধান মিলেছে৷ জলজ উদ্ভিদের মধ্যে ছ’টি উদ্ভিদকে চিহ্নিতকরণ সম্ভব হয়েছে৷ চারটি শৈবাল জাতীয়, দশটি ছত্রাক জাতীয় ও দু’টি মস জাতীয় উদ্ভিদের দেখা পাওয়া গিয়েছে৷ এছাড়াও নগরন্নোয়ন ও আবহাওয়ার পরিবর্তনের ফলে জীববৈচিত্রে কী কী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তা তথ্যও সংরক্ষণ করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে৷

[তোলাবাজির অভিযোগে পুলিশের জালে টিএমসিপির সাধারণ সম্পাদক]

সংস্থার তরফে জানা গিয়েছে, এবার থেকে প্রতিমাসেই এই ধরনের ‘বায়োডাইভারসিটি ওয়াক’ করা হবে বলে দাবি করেছে ‘উংগস’৷ শুধু দামোদর কেন্দ্রিকই নয়, দুর্গাপুর মহকুমার বিভিন্ন অঞ্চলে ঘুরবে ‘উংগস’৷ দুর্গাপুর শিল্পাঞ্চলে জীব পরিবর্তনের ধারাবাহিকতার ব্যাপারেও তথ্য সংগ্রহ করছে তারা৷ এই সংগৃহীত তথ্য প্রথমে ফেসবুকে নির্দিষ্ট বিশেষজ্ঞ গ্রুপে পোষ্ট করা হবে৷ প্রয়োজনে বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হবে বলে জানা গিয়েছে৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘উংগস’রই উদ্যোগে ‘বার্ড ওয়াক’ অনুষ্ঠিত হয়েছিল৷ ‘উংগস’-এর সদস্য সাগর অধূর্য বলেন, “সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা সম্পর্কে ধারণা তৈরি করাই আমাদের লক্ষ্য৷ সংরক্ষণের মাধ্যমে এই জীববৈচিত্রকে ধরে রাখাই আমাদের উদ্দেশ্যে৷ পরিবেশের মধ্যে বেঁচে থাকা এই অচেনা অতিথিদের সাধারণ মানুষের সঙ্গে পরিচিত করে দেওয়াই আমাদের সার্থকতা৷”

ছবি: উদয়ন গুহ রায়৷

The post অভিনব উদ্যোগ, দামোদর নদের পাড়ে হরেক জীববৈচিত্রের খোঁজে শুরু অভিযান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার