shono
Advertisement
Krishnanagar

নাবালিকা মেয়েকে পাঁচবছর ধরে ধর্ষণ! কৃষ্ণনগরে সৎ বাবাকে হাতেনাতে ধরলেন প্রতিবেশীরা

অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Published By: Subhankar PatraPosted: 08:09 PM Jan 21, 2025Updated: 08:13 PM Jan 21, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: নাবালিকা মেয়েকে প্রায় পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। সোমবার রাতে অভিযুক্তকে হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তগর্ত ভালুকা এলাকায়। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার মা তাঁদের সঙ্গে থাকেন না। এই সুযোগে সৎ মেয়েকে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করেন অভিযুক্ত। অত্যাচারের কথা ভয়ে কাউকে বলেনি নাবালিকা। কিন্তু বছরের পর ধরে মাত্রা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ে সে। সৎ মেয়ের প্রতি অভিযুক্ত বাবার ব্যবহার সন্দেহ তৈরি করে গ্রামবাসীদের মনে। এদিকে অত্যাচার সহ্য করতে না পেরে পড়শিদের বিষয়টি জানায় নাবালিকা। সেই মতোই সোমবার রাতে বাড়িতে আসেন স্থানীয়রা। হাতেনাতে ধরেন অভিযুক্তকে। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায় পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

পুলিশে অভিযোগ জানানো স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা অনেক দিন ধরেই বিষয়টি সন্দেহ করছিলাম। কিন্তু কোনও প্রমাণ ছিল না। ইতিমধ্যেই মেয়েটি তার সৎ বাবার ধর্ষণের অভিযোগ জানায় আমাদের কাছে। এরপরই রাতে আমরা ওদের বাড়িতে গিয়ে হাতেনাতে ধরি। থানায় অভিযোগ জানাই। সৎ বাবার কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যাতে কোনও বাবা এই রকম করতে না পারেন।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাবালিকা মেয়েকে প্রায় পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে।
  • সোমবার রাতে অভিযুক্তকে হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তগর্ত ভালুকা এলাকায়।
Advertisement