shono
Advertisement

বই হারিয়ে যাওয়ার ‘অপরাধ’, পেয়ারা গাছের ডাল দিয়ে ছাত্রীকে বেধড়ক মার শিক্ষিকার

জঙ্গি মানসিকতার পরিচয়, মত মনোবিদদের। The post বই হারিয়ে যাওয়ার ‘অপরাধ’, পেয়ারা গাছের ডাল দিয়ে ছাত্রীকে বেধড়ক মার শিক্ষিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM May 06, 2018Updated: 05:05 PM May 06, 2018

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নৃশংস বললেও ভুল হবে না! লঘু অপরাধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে তালিবানি কায়দায় মারধর করে নিজের জঙ্গি মানুষিকতা প্রমাণ দিলেন গড়িয়ার গৃহশিক্ষিকা৷

Advertisement

অভিযোগ, বই হারিয়ে যাওযায় অপরাধে পেয়ারার ডাল দিয়ে এক ছাত্রীকে মারধর করে গৃহশিক্ষিকা৷ শিক্ষিকার মার থেকে বাঁচতে পায়ে ধরার পরেও মেলেনি ছাড়৷ আলাদা ঘরে নিয়ে গিয়ে পেয়ারার মোটা ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়৷ ঘটনার জেরে সংজ্ঞা হারিয়ে ফেলে তৃতীয় শ্রেণির ওই ছাত্রী৷ শিক্ষিকার মারে গুরুতর জখম হন গড়িয়ার বিনোদবিহারী স্কুলের ওই ছাত্রী৷ বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় তাকে৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটলেও রবিবার ঘটনার খবর প্রকাশ্যে আসতেই গড়িয়ার শ্রীনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রীকে মারধরের বিষয়টি অন্যদের কাছ থেকে জানতে পেরে মেয়েকে বাড়িতে নিয়ে যান নির্যাতিতা ছাত্রীর বাবা৷ বাড়ি নিয়ে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসাও করা হয়৷ এই ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা অপর্ণা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে সোনারপুর থানায়৷ এই শিক্ষিকার কাছে গত তিন বছর ধরে পড়াশোনা করছিল ওই ছাত্রী৷

এর আগেও তাকে ও অন্যান্য ছাত্র-ছাত্রীদের সে মারধর করেছে বলে অভিযোগ৷ তা নিয়ে ঝামেলাও হয়েছে একাধিকবার৷ কিন্তু, এদিন কেন ওই গৃহশিক্ষিকা তার রণচণ্ডী মূর্তি ধারণ করলেন, তা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ শিক্ষিকার মানসিক সুস্থতা আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা৷ এদিন ঠিক কী কারণে এই ঘটনা ঘটালেন ওই শিক্ষিকা? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে এখনও পর্যন্ত ওই গৃহশিক্ষিকাকে গ্রেপ্তার না হওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করেছে স্থানীয়দের৷

The post বই হারিয়ে যাওয়ার ‘অপরাধ’, পেয়ারা গাছের ডাল দিয়ে ছাত্রীকে বেধড়ক মার শিক্ষিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement