shono
Advertisement

ফের সন্দেহজনক পোস্টারে ঢাকল গোটা চুঁচুড়া পুরসভা, রহস্যভেদে নাকাল কর্তারা

'২ শতাংশ'র পর এবার 'টাটা বাই বাই'৷ The post ফের সন্দেহজনক পোস্টারে ঢাকল গোটা চুঁচুড়া পুরসভা, রহস্যভেদে নাকাল কর্তারা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:51 PM Jul 17, 2018Updated: 08:21 PM Jul 17, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বেশিদিন নয়, দুই সপ্তাহ আগের ঘটনা। ‘২ শতাংশ’ পোস্টার ঘিরে রীতিমতো রহস্য দানা বেঁধেছিল চুঁচুড়া পুরসভায়। গোটা পুরসভার আপাদমস্তক ঢাকা পড়ে গিয়েছিল সেই রোমাঞ্চকর পোস্টারে৷ এখনও সেই রহস্যভেদই সম্ভবপর হয়ে ওঠেনি৷ এরই মধ্যে একই কায়দায় পুরসভার অন্দরে কৌতূহল তৈরি করল ‘টাটা বাই বাই’ পোস্টার৷ কারা এই পোস্টার লাগাল, কেনই বা লাগাল, কোন উদ্দেশ্যে লাগাল প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই৷ সকলের মনে, প্রশ্ন হাজার কিন্তু কোনও উত্তর জানা নেই৷

Advertisement

[গ্রিন সিটি হচ্ছে বালুরঘাট, উদ্যোগ পুরসভার]

পুরসভায় পা রাখার সঙ্গে সঙ্গে দেখা মিলছে পোস্টারের৷ অফিসের ভিতরই হোক বা দেওয়াল, অথবা আলমারি কিংবা বিভাগীয় কক্ষের দরজা সর্বত্র চোখ মেললেই দেখতে পাওয়া যাচ্ছে ‘টাটা বাই বাই’৷ বিষয়টি নিয়ে তেমন একটা মুখ খুলতে চাইছেন না পুরসভার কর্মী থেকে শুরু করে চেয়ারম্যান কেউই৷ তবে কান পাতলে উঠে আসছে একটি চাঞ্চল্যকর তথ্য৷ আগের পোস্টারের সঙ্গে এই পোস্টারের সংযোগস্থাপন করে যুক্তিযুক্ত কারণ একটি ব্যাখ্যা করতে পারছেন পুরকর্মীদের একাংশ৷ তাঁরা জানাচ্ছেন, এতদিন পুরসভায় যেকোনও বিল পাশ করাতে গেলে এক শীর্ষ পর্যায়ের পুর অফিসারকে ২ শতাংশ ঘুষ দিতে হয়৷ তারই প্রতিবাদে ওই ‘২ শতাংশ’ পোস্টার পড়েছিল৷ কয়েকদিন আগেই সেই অফিসারের বদলির নির্দেশ এসে গিয়েছে৷ ফলে সেই কারণেই ব্যঙ্গ করে আবারও ‘টাটা বাই বাই’ পোস্টার লাগান হয়েছে৷

[জামিনে মুক্ত ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী]

তবে বিষয়টিকে আমল না দিয়ে ওই রহস্যজনক পোস্টার সম্পর্কে বেশ হাস্যকর বিবৃতি দিয়েছেন পুরসভার চেয়ারম্যান গৌরকান্ত মুখোপাধ্যায়৷ তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফ্রান্সের কাছে ক্রোয়েশিয়া হেরে যাওয়ায় ওই পোস্টার পড়েছে৷ তবে যারাই করুক না কেন, বিষয়টিকে নজরে রাখা হচ্ছে৷ গতবারের ২ শতাংশ পোস্টার নিয়েও এমনই ভাসা ভাসা মন্তব্য করেছিলেন তিনি৷ জানা গিয়েছে, পুরসভার সিসিটিভিতেও পোস্টার লাগানোর বিষয়টি ধরা পড়েনি৷ ফলে সিসিটিভি লাগানোর উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷

The post ফের সন্দেহজনক পোস্টারে ঢাকল গোটা চুঁচুড়া পুরসভা, রহস্যভেদে নাকাল কর্তারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement