shono
Advertisement
Suvendu Adhikari

শুভেন্দুর গাড়িতে 'হামলা' নিয়ে রিপোর্ট তলব শাহের মন্ত্রকের! 'নাটক' বলল তৃণমূল

১৩ তারিখ মঙ্গলবার চন্দ্রকোনায় প্রতিবাদ মিছিলের ডাক শুভেন্দুর।
Published By: Subhankar PatraPosted: 10:02 AM Jan 11, 2026Updated: 03:37 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়িতে হামলার ঘটনায় রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। শনি রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন নন্দীগ্রামের বিধায়ক। সূত্র মারফত এমনটাই খবর। পাশাপাশি ১৩ তারিখ মঙ্গলবার চন্দ্রকোনায় প্রতিবাদ মিছিলের ডাক শুভেন্দুর। গোটা ঘটনাকে নাটক বলে কটাক্ষ তৃণমূলের।

Advertisement

শনিবার রাতে পুরুলিয়া থেকে মেদিনীপুর ফিরছিলেন শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনা রোডে তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ তোলেন তিনি। শুভেন্দুর দাবি, তৃণমূলের জনা কুড়ি দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হন। এরপরই গাড়ি ঘুরিয়ে তিনি চন্দ্রকোনা রোড ফাঁড়িতে ঢুকে ফাঁড়ি ইনচার্জের সামনেই মেঝেতে বসে পড়েন। যতক্ষণ না দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ তিনি উঠবেন না বলে জানিয়েছিলেন। শেষ পর্যন্ত রাত দেড়টা নাগাদ তিনি ফাঁড়ি থেকে বেরন বলে জানা গিয়েছে। শনিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার প্রতিবাদে পালটা অবরোধ, সভা, মিছিলের ডাক দিয়েছেন তিনি।

এই পুরো ঘটনাটিকে কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "একটা জেলায় অস্থিরতা তৈরি করবে। থানায় কাজ করতে দেবে না। মানুষের কাজে বাধা দেবে। এই সব নাটক চলবে না।" তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ফেসবুক পোস্ট করে গোটা ঘটনাকে কটাক্ষ করেছেন। তিনি ফেসবুকে লেখেন, 'সিআরপিএফ বাহিনীর ঘেরাটোপে থেকে সামান্য স্লোগানও সামলাতে পারে না, আবার নাকি রাজ্য সামলাবে?' শুভেন্দুর নিরাপত্তারক্ষী স্থানীয় বিজেপি নেতা গৌতম কৌরিকেই মারধর করেছে বলে দাবি করেছেন তিনি। অরূপ লেখেন, 'বহিরাগত সিআরপিএফ চিনতে না পেরে তুমুল লাঠিপেটা করে দিল বিজেপির মণ্ডল নেতা গৌতম কৌরিকেই ( সে নাকি আবারও সম্ভাব্য প্রার্থী বিজেপিরই)।' 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।
  • শনি রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন নন্দীগ্রামের বিধায়ক। সূত্র মারফত এমনটাই খবর।
  • পাশাপাশি ১৩ তারিখ মঙ্গলবার চন্দ্রকোনায় প্রতিবাদ মিছিলের ডাক শুভেন্দুর।
Advertisement