অর্ণব দাস, বারাসত: বারাসতে পরিবর্তন সংকল্প সভায় যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতাকে 'গো ব্যাক' স্লোগান! মঞ্চ থেকে তারই পালটা দিলেন শুভেন্দু অধিকারী। ধর্ষকদের এনকাউন্টারের নিদানও শোনা গেল তাঁর মুখে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে সপ্তম-পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডিএ'র ঘোষণা করা হবে বলেও আশ্বাস দিলেন শুভেন্দু।
হাতে আর কয়েকমাস। সামনেই বিধানসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে সব দল। জেলায় জেলায় সভা করছেন বঙ্গ বিজেপির নেতারাও। সোমবার বারাসত হেলাবটতলা মোড় সংলগ্ন মিলনী মাঠে সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে যাওয়ার পথে বারাসতের ১১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগানও। সভা থেকে এপ্রসঙ্গে সুর চড়ান শুভেন্দু। বলেন, "যত চিৎকার করবে, ততবার আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ফটো তুলে রাখুন। মে মাসে লাগবে। যোগীজির দেখানো পথে শুকনো লঙ্কার ধোয়া দেওয়া হবে।"
রাজ্যে একের পর এক ঘটে চলা নারী নির্যাতন নিয়েও সরব হলেন তিনি। বলেন, "বিজেপি বিধানসভা ভোটে জিতে বাংলার ক্ষমতায় এলে যোগীজির দেখানো পথে ধর্ষকদের সকালে জমা, বিকেলে খরচ করে দেওয়া হবে।" শুভেন্দুর দাবি, বারাসতে ৩০ হাজার ভোটে জিতবেন বিজেপি প্রার্থী। তাঁর কথায়, "বারাসত, মধ্যমগ্রাম, হাবড়া, অশোকনগর-সহ সংসদীয় এলাকার ৬টা আসনে জিতে আমরা একসঙ্গে দেগঙ্গায় ঝাঁপাবো।" সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকে সপ্তম-পে কমিশন ও কেন্দ্রীয় হারে ডিএ'র ঘোষণা করবে।"
