shono
Advertisement
Suvendu Adhikari

মহিলাদের 'বাপ, চোদ্দ পুরুষ' তুলে আক্রমণ করা দিলীপের পাশে শুভেন্দু, শোনালেন নিউটনের তত্ত্ব!

'ইট মারলে পাটকেল খেতে হবে, এটাই তো নিউটনের তত্ত্ব', হলদিয়ায় বললেন বিরোধী দলনেতা।
Published By: Sucheta SenguptaPosted: 07:03 PM Mar 23, 2025Updated: 07:09 PM Mar 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা উদ্বোধন করতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে স্বভাবসুলভ ভঙ্গিতে লাগাতার বেলাগাম মন্তব্য করে গিয়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তা নিয়ে সম্প্রতি রাজনৈতিক মহলে তুমুল চর্চা হয়েছে। বঙ্গ বিজেপিতেই মতান্তর দেখা গিয়েছে। সেই ইস্যুতে এবার দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে নিউটনের তত্ত্ব আওড়ালেন শুভেন্দু অধিকারী! বললেন, ''সব ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওই মহিলারা যে আচরণ করেছেন, তার জবাব দিতে গিয়ে দিলীপদা ওকথা বলেছেন।''

Advertisement

হলদিয়ার জনসভার পর সাংবাদিক বৈঠকে শুভেন্দু।

ঘটনার সূত্রপাত শুক্রবার। ওইদিন খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। তিনি সাংসদ থাকাকালীন তহবিলের টাকায় ওই রাস্তা তৈরির অর্থ দেওয়া হয়েছিল। সেই কারণেই রাস্তার উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। কিন্তু সেসময় স্থানীয় এক মহিলা প্রশ্ন করেন, “হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না।” ওই প্রশ্নে মেজাজ হারিয়ে পালটা দিলীপ ঘোষ বলেন, “টাকা দিয়েছি আমি। কারও বাপের টাকা নয়।” এই মন্তব্যে বিরক্ত হয়ে মহিলা পালটা প্রশ্ন করেন, “আপনি বাপ তুলে কেন কথা বলছেন?” প্রাক্তন সাংসদের গলা আরও চড়িয়ে বলেন, “চোদ্দো পুরুষ তুলব। বেশি ন্যাকামি হচ্ছে! টাকা দিয়েছি আমরা। ভিখারি পার্টি নই।”

পরে নিজের মন্তব্যের সমর্থনে আরও কুকথা শোনা যায় দিলীপ ঘোষের গলায়। এবার তা নিয়ে তাঁর পাশেই দাঁড়ালেন শুভেন্দু। রবিবার হলদিয়ার সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতার মন্তব্য, ''দিলীপদা তো সাংসদ থাকাকালীন নিজের তহবিল থেকে রাস্তার টাকা দিয়েছিলেন। সেই জন্য উদ্বোধন করতে গিয়েছিলেন। তা ওই মহিলারা, সব তৃণমূলের লোক, তাঁরা কেন এসে ওনাকে উলটোপালটা কথা বলছিল? তাই দিলীপদাও বলেছেন। এটাই তো নিউটনের তত্ত্ব। ইট মারলে পাটকেল খেতে হবে। সব কাজের পালটা প্রতিক্রিয়া আছে।'' শুভেন্দুর মুখে নিউটনের তৃতীয় সূত্রের কথা শুনে হাসছেন অনেকে। তবে অনুগামীরা এতে উল্লসিত। এমন তুলনা টেনে কে-ই বা পালটা জবাব দিতে পারেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement