shono
Advertisement

শিক্ষকদের পোয়াবারো, নিজের জেলায় বাড়ির কাছের স্কুলেই বদলির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরস্বতী পুজোর আগেই সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। The post শিক্ষকদের পোয়াবারো, নিজের জেলায় বাড়ির কাছের স্কুলেই বদলির ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:47 PM Jan 28, 2020Updated: 03:52 PM Jan 28, 2020

স্টাফ রিপোর্টার: শিক্ষাঙ্গনের পরিবেশ আরও সুশৃঙ্খল এবং গতিময় করতে এবার শিক্ষকদের নিজের জেলায় বাড়ির কাছে বদলির সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের পাশাপাশি নিজের পরিবারকে যাতে শিক্ষকরা আরও বেশি সময় দিতে পারেন, সেই জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

দেশ গঠনে এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নেও শিক্ষকরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিতে পারবেন। সে কথাও সরস্বতী পুজোর আগের দিন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ‌্যমন্ত্রী টুইটারে লেখেন, “আমরা শিক্ষক, ছাত্রছাত্রীদের জন‌্য গর্বিত। আমাদের ছাত্রদের ভবিষ‌্যতের প্রকৃত লিডার তৈরি করে দিতে শিক্ষকরাই প্রকৃত অভিভাবকের ভূমিকা পালন করেন। সমাজ ও দেশ গঠনে শিক্ষকদের প্রচুর অবদান রয়েছে। সরস্বতী পুজোর ঠিক আগেই শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের সঠিক সময়। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের তাঁদের নিজের জেলার স্কুলেই পড়ানোর দায়িত্ব দেওয়া হবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে তাঁরা তাঁদের নিজের পরিবারকে যেমন সময় দিতে পারবেন তেমনই স্কুলে পড়ানো অর্থাৎ দেশ গঠনের কাজেও সম্পূর্ণ মনোনিবেশ করতে পারবেন। সকলকে শুভেচ্ছা জানাই।”

[আরও পড়ুন: ঝঞ্ঝাট এড়াতে উৎসবে আসেননি আত্মীয়রা, করোনা আতঙ্কে ফাঁকা চায়না টাউন]

এই নিয়ম চালু হলে কয়েক ঘণ্টা ধরে যাতায়াত করে ভিন্ন জেলার স্কুলে যাওয়া শিক্ষক-শিক্ষিকারা অনেকটাই স্বস্তি পাবেন। বিশেষ করে সুবিধা হবে শিক্ষিকাদের। বাম আমল থেকে শিক্ষকরা নিজের বাড়ির কাছে বদলির জন্য চেষ্টা করে আসছিলেন। কিন্তু তা তখন কার্যকর করা হয়নি। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিতেই শিক্ষা দপ্তর এই বদলির সিদ্ধান্ত কার্যকর করতে শুরু করে। কিন্তু তা অত্যন্ত ধীর গতিতে চলছে বলে শিক্ষক সংগঠন একাধিকবার অভিযোগ করেছেন। তবে এবার মুখ্যমন্ত্রী এর জন্য বিশেষ সেল তৈরি করবেন বলে নবান্ন সূত্রে খবর।

[আরও পড়ুন: যাদবপুরের পুনরাবৃত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়েও, সমাবর্তনে যোগ দিয়ে বিক্ষোভের মুখে ধনকড়]

The post শিক্ষকদের পোয়াবারো, নিজের জেলায় বাড়ির কাছের স্কুলেই বদলির ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement