shono
Advertisement
Purulia

পুরুলিয়ায় পাশবিক ঘটনা, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ! ধৃত ৭

কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সাত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 05:47 PM Jan 18, 2026Updated: 05:47 PM Jan 18, 2026

কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। সেই ঘটনার দ্রুত তদন্তে নেমে পুলিশ সাত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরে বাড়ি ওই কিশোরীর। শুক্রবার সন্ধ্যায় বছর ১৭ বয়সের ওই নাবালিকা বন্ধুর বাড়ি যাওয়ার জন্য নিজেদের বাড়ি থেকে বেরিয়েছিল। রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। দুশ্চিন্তায় পড়েছিলেন পরিবারের লোকজন। শেষপর্যন্ত নাবালিকার বাবা পুরুলিয়া সদর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে পুলিশ। রাতে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় ভয়াবহ ঘটনা! ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। নাবালিকা পুলিশকে জানিয়েছে, রাতে রাস্তা দিয়ে সে যাচ্ছিল। সেসময় সাত-আটজন যুবক তার পথ আটকায়! রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, রেললাইনের ধারে একটি চাষের জমিতে নিয়ে গিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পরে কোনওরকমে ওই কিশোরী বাড়ি ফিরে আসার চেষ্টা করে। সেসময়ই পুলিশ তার খোঁজ পায়।

ওই ঘটনা জানার পরই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার শারীরিক পরীক্ষাও হয়। কিশোরীর বয়ান অনুযায়ী বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দ্রুত সাত অভিযুক্ত যুবককে প্রথমে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি ছ'জনকে গ্রেপ্তার করা হয়। আজ, রবিবার অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছিল। ধৃতদের সাতদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement