shono
Advertisement
Abhishek Banerjee

সেবাশ্রয়ে 'আপনজন' অভিষেককে জড়িয়ে ধরলেন বৃদ্ধা! নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে তোপ সাংসদের

Nandigram Sebashray Camp: নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন অভিষেক। প্রশ্ন তুললেন, গত ৫ বছরে নন্দীগ্রামের জন্য কী করেছেন সেখানকার ভূমিপুত্র? 
Published By: Tiyasha SarkarPosted: 06:15 PM Jan 15, 2026Updated: 07:33 PM Jan 15, 2026

ঠিক যেন ঘরের ছেলে! নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে স্থানীয়দের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আশ্বাস দিলেন সমাধানের। সেখানেই এক বৃদ্ধা অভিষেককে সন্তানস্নেহে জড়িয়ে ধরেন। অভিষেকও আপনজনের মতোই তাঁর যাবতীয় অভিযোগ শুনে তা সমাধানের আশ্বাস দেন। এরপরই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন অভিষেক। প্রশ্ন তুললেন, গত ৫ বছরে নন্দীগ্রামের জন্য কী করেছেন সেখানকার ভূমিপুত্র? 

Advertisement

আগেই জানা গিয়েছিল নন্দীগ্রামে সেবাশ্রয় স্বাস্থ‌্য শিবিরের দুটি মডেল ক‌্যাম্পের উদ্বোধন করবেন বাম জমানায় জমি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদ পরিবারের সদস্যরা। সেই মতোই বৃহস্পতিবার শিবিরের উদ্বোধন হয়। নির্ধারিত সময়ে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা ক্যাম্পটি ঘুরে দেখেন তিনি। অভিষেককে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই নিজেদের সমস্যার কথা জানান স্থানীয়রা। কেউ কেউ নিজের মেডিক্যাল রিপোর্ট দেখান। তা দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন অভিষেক। 

জনতার ভিড়ের মাঝেই ছিলেন এক বৃদ্ধা। তিনি এগিয়ে এসে সটান অভিষেককে জড়িয়ে ধরেন। দেখা যায় অভিষেকও পরম মমতায় তাঁর সমস্ত কথা শোনেন। বৃদ্ধার নাম, ঠিকানা লেখার নির্দেশ দেন অন্যদের। তারপর এগিয়ে যান। সেবাশ্রয় শিবির পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। আরও একবার তিনি নন্দীগ্রামবাসীকে বুঝিয়ে দেন, তিনি প্রতিমুহূর্তে তাঁদের সঙ্গে রয়েছেন। সেখান থেকেই শুভেন্দু অধিকারীকে একহাত নেন অভিষেক। তিনি যে নন্দীগ্রামের বাসিন্দাদের জন্যও কিছু করেননি ফের তা মনে করিয়ে দেন।

প্রসঙ্গত, সেবাশ্রয়ে প্রতিদিন সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকবেন চিকিৎসকরা। প্রতিটি শিবিরে ৩০ জন ডাক্তার ও ৩০ জন নার্সের পাশাপাশি ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসা কর্মীরা যেমন থাকবেন, তেমনই ২০০ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement