shono
Advertisement

গরুর নাড়িতে সোনা! এ কী বললেন দিলীপ ঘোষ?

রাজ্য বিজেপি সভাপতির এই বক্তব্য শুনে হাসছেন যুক্তিবাদীরা। The post গরুর নাড়িতে সোনা! এ কী বললেন দিলীপ ঘোষ? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:33 PM Nov 04, 2019Updated: 07:33 PM Nov 04, 2019

সৌরভ মাজি, বর্ধমান: গরু আর গেরুয়া শিবিরের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। তাই গরুর জন্য পৃথক মন্ত্রক তৈরির দাবিও ওঠে। নিরীহ চারপেয়ের মহিমা প্রচার পদ্মশিবিরের সদস্যদের প্রায় অবশ্য পালনীয় কর্তব্য। তাঁরা তা করেই থাকেন। এবার সেই তালিকাতেই নাম লেখালেন বিজেপি রাজ্য সভাপতি, তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বললেন, ‘গাভীর শরীরে তেত্রিশ কোটি দেবদেবীর বাস। তাই হিন্দুরা তাকে দেবতাজ্ঞানে পুজো করেন।’
সোমবার বর্ধমান টাউন হলে ঘোষ ও গাভী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। সেখানেই গরু নিয়ে দীর্ঘ এক বক্তৃতায় নানা দিক তুলে ধরলেন দিলীপ ঘোষ। বললেন, ‘গরুই একমাত্র জানোয়ার যার মলমূত্র অপবিত্র নয়, কখনও সংক্রামক নয় বা ক্ষতি করে না। ঘোড়া বা অন্য পশুর মলমূত্র বিষাক্ত। তাকে শুদ্ধ করতে গেলে গোমূত্র লাগে। তাই আমাদের পুজোতে যে অমৃত বা পঞ্চগব্য দেওয়ার পদ্ধতি রয়েছে তাতে ঘি, দই, দুধ, গোবর, চোনা সব দিতে হয়। গোমূত্রকে অসুখ সারাতে ওষুধ হিসেবে ব্যবহার হচ্ছে।অনেকে খাচ্ছেন। উপকারও হচ্ছে।’

Advertisement

[ আরও পড়ুন: করিমপুরে বড় ইস্যু এনআরসি, উপনির্বাচনের প্রচারে তৃণমূলকে চ্যালেঞ্জ জয়প্রকাশের]

গরুর রকমভেদ নিয়েও ধারণা পরিষ্কার করলেন দিলীপ ঘোষ। বোঝালেন দেশি আর বিদেশি গরুর তফাত। তাঁর মতে, বিদেশ থেকে যেসব গরু আনা হয়েছে, তারা আদতে ‘গরু’ই নয়। তাদের দুধে কোনও ওষধি গুণ নেই। দেশি গরুর দুধের সঙ্গে স্বর্ণের সম্পর্কও ব্যাখ্যা করলেন। বললেন, ‘ভারতীয় গরুর বৈশিষ্ট্য,তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে। তার জন্য দুধের রঙ একটু হলদেটে হয়। আমাদের দেশের গরুর যে কুঁজ থাকে, তা বিদেশী গরুর মধ্যে থাকে না। তাদের পিঠটা সমান, মোষের মত। গরুর কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে তাকে স্বর্ণনাড়ি বলে। সেখানে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়। সেই জন্য গরুর দুধ হলদে হয়, সোনালি হয়। সেই গরুর দুধের মধ্যে প্রতিষেধক ক্ষমতা থাকে।’ পাশাপাশি দেশে গরু প্রতিপালনের প্রতি আরও নজর দেওয়ার পক্ষে সওয়াল করে তাঁর দাবি, এতে দেশের অর্থনৈতিক স্বাচ্ছল্যও আসবে।

[ আরও পড়ুন: সুন্দরবনে খাদ্যাভাসে আজব বদল, ফল-মূল ছেড়ে বিরিয়ানি খাচ্ছে বাঁদররা!]

প্রায় সাড়ে ছ মিনিট ধরে গরু নিয়ে দিলীপ ঘোষের বক্তৃতা গোমাতা পূজারিদের কাছে অতি প্রিয় ভাষণ হতেই পারে। কিন্তু প্রাণীবিজ্ঞানীরা স্পষ্টই বলছেন, গরু নিয়ে এমন কোনও তথ্য কোনও বিজ্ঞান বইতেই খুঁজে পাওয়া যাবে না। প্রায় একই মত শাস্ত্রজ্ঞদেরও। হিন্দু ধর্ম গরু বিশেষ শ্রদ্ধার জায়গায় থাকলেও, দিলীপ ঘোষের বর্ণিত গো-মহিমার সঙ্গে তার দূরদূরান্তের কোনও সম্পর্ক নেই।

শুনুন দিলীপ ঘোষের বক্তব্য: 

The post গরুর নাড়িতে সোনা! এ কী বললেন দিলীপ ঘোষ? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার