shono
Advertisement

Breaking News

Siliguri

ক্রেতা সেজে দোকানে হানা, আড়াই লক্ষ টাকার সোনার অলঙ্কার হাতিয়ে চম্পট দিল চোর

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 07:55 PM May 17, 2025Updated: 07:55 PM May 17, 2025

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: ছিলেন ক্রেতা। হয়ে গেলেন চোর! ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে অলঙ্কার দেখার অছিলায় প্যাকেট ভর্তি অলঙ্কার নিয়ে চম্পট দিল এক ব্যক্তি। শনিবার বেলা ১১টা নাগাদ শিলিগুড়ির হিলকার্ট রোডের ঘটনা। ঘটনায় হতবাক ওই সোনার দোকানের ব্যবসায়ী থেকে অন্যান্যরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের সন্ধান শুরু হয়েছে।

Advertisement

দোকানের মালিক বিনয় কুমার বলেন, "ভালো ক্রেতা ভেবেই অলঙ্কার বের করে দেখাচ্ছিলাম। কিন্তু মুহূর্তের মধ্যে দেখি ওই ব্যক্তি এবং অলঙ্কারের প্যাকেট নেই। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় তল্লাশি চালালেও অভিযুক্তের খোঁজ মেলেনি।" দোকানের মালিক জানান, প্রায় আড়াই লক্ষ টাকার সোনার অলঙ্কার হাতিয়েছে ক্রেতার ছদ্মবেশী ওই চোর। জুয়েলারির দোকান সূত্রে জানা গিয়েছে, এদিন দোকান খোলার পর বেলা ১১টা নাগাদ এক ব্যক্তি দোকানে আসেন। ছোট মেয়ের জন্য সোনার অলঙ্কার দেখতে চান। দোকান মালিক লকার খুলে বিভিন্ন ধরনের অলঙ্কারের একটি প্যাকেট বের করে কাউন্টারে রাখেন। সাতসকালে খদ্দের ফেরাবেন না মনে করে আরও একটি প্যাকেট বের করতে লকারের দিকে যান। অভিযোগ, ঠিক ওই সময় অলঙ্কারের প্যাকেট হাতিয়ে উধাও হয়ে যায় ওই ব্যক্তি।

শুরু হয় হইচই। পুলিশে খবর দেওয়া হয় কিন্তু কোথায় কী! ততক্ষণে চোর পগারপার! জুয়েলারি দোকানের মালিকের কথায়, "ধোপদুরস্ত পোশাকআশাকে, সুন্দর কথাবার্তা। ঘুণাক্ষরে ক্রেতা ছাড়া অন্য কিছু ভাবতে পারিনি। তাছাড়া সকালে হিলকার্ট রোডে লোকজনের ভিড় থাকে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে যায়।" জানা গিয়েছে, পুলিশ সোনার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। বাজার এলাকায় দিনেদুপুরে এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ধরনের চুরির ঘটনা শিলিগুড়ি শহরে প্রথম নয়। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিলিগুড়ির শান্তিনগর বউবাজারের একটি সোনার দোকানে ক্রেতা সেজে একইভাবে চুরির ঘটনা ঘটেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে অলঙ্কার দেখার অছিলায় প্যাকেট ভর্তি অলঙ্কার নিয়ে চম্পট দিল এক ব্যক্তি।
  • শনিবার বেলা ১১টা নাগাদ শিলিগুড়ির হিলকার্ট রোডের ঘটনা। ঘটনায় হতবাক ওই সোনার দোকানের ব্যবসায়ী থেকে অন্যান্যরা।
Advertisement