shono
Advertisement

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তৃতীয় লিঙ্গের পৃথক লাইনের দাবি

ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা৷ The post কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তৃতীয় লিঙ্গের পৃথক লাইনের দাবি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:04 PM Sep 08, 2018Updated: 09:04 PM Sep 08, 2018

নন্দন দত্ত, সিউড়ি: কৌশিকী অমাবস্যায় পুজো দেওয়ার জন্য পৃখক লাইনের দাবি তুললেন তৃতীয় লিঙ্গের মানুষরা৷ তবে, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি স্বরূপ ভিড়ে ঠাসা তারাপীঠে পৃথক লাইনের দাবি উঠতেই কপালে চিন্তার ভাজ পড়েছে স্থানীয় প্রশাসনের৷

Advertisement

[দুষ্টুমির শাস্তি, গরম ফ্যানের মধ্যে ফেলা হল খুদে পড়ুয়াকে]

এবছর, পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক লাইন থাকলেও তৃতীয় লিঙ্গের জন্য কোনও ব্যবস্থা করে উঠতে পারেনি মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন৷ তবে, জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷ মন্দির কমিটির তরফে জানান হয়েছে, তৃতীয় লিঙ্গের কোনও ব্যক্তি চাইলে কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন৷ যোগাযোগ করলেই তাঁদের পুজো দেওয়ার জন্য পৃথক ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে৷

[সোনাজয়ী স্বপ্নার মায়ের উপর দুষ্কৃতী হামলা, ছিনতাই করা হল হার]

অন্যদিকে, শনিবার সন্ধ্যা থেকে ভিড় বাড়তে শুরু করেছে তারাপীঠে। জাতীয় সড়কের পর থেকে মুনসুবা মোড় থেকে তারাপীঠের রাস্তায় মোটর বাইকের চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবর্তে যন্ত্রচালিত ভ্যান, টোটোতে যাত্রীদের ছ’কিলোমিটারের পথ পাড়ি দিতে হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে৷

[কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধ’, স্ত্রীকে খুন করল স্বামী]

পঞ্জিকা অনুসারে আজ রাত ১টা ৫২মিনিটে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে৷ চলবে রবিবার রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত৷ ফলে শনিবার রাত থেকে সারাদিন তারাপীঠ মহাশ্মশান থেকে মন্দিরে তারা মাকে পুজো দেওয়ার সুযোগ পাবেন ভক্তরা৷ ফলে শনিবার সন্ধ্যার পর থেকেই ভিড় বেড়েছে তারাপীঠে৷ দু’দিন ছুটি থাকায় এবার অন্যান্য বছরের ভিড়ের রেকর্ড ভেঙে যাবে বলে সেবাইতদের ধারণা৷ সাধকরা এই দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকেন৷ এই দিনই মা তারার জন্মদিন বলে আবির্ভাব দিবস৷ দশ মহাবিদ্যার অন্যতম মা তারার কোষ থেকে উদ্ভূত হন৷ তাই এদিন তারাপীঠে মায়ের কাছে মনস্কামনা পূরণে ভক্ত থেকে ব্যবসায়ীরা হাজির হন৷

The post কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তৃতীয় লিঙ্গের পৃথক লাইনের দাবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement