shono
Advertisement
Alipurduar

গাড়ি ও ট্রেলারের ধাক্কায় আলিপুরদুয়ারে মৃত ৩, 'ভিলেন' কুয়াশা?

স্থানীয়দের দাবি, উত্তরবঙ্গে দিনকয়েক ঘন কুয়াশার দাপট রয়েছে।
Published By: Sayani SenPosted: 09:41 AM Dec 27, 2025Updated: 01:50 PM Dec 27, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: ঘন কুয়াশার জেরে আলিপুরদুয়ারের ৩১ নম্বর জাতীয় সড়কের গরম বসতি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। একটি ছোট গাড়ি এবং বারো চাকার ট্রেলারের ধাক্কায় মৃত্যু তিনজনের। দুর্ঘটনার পর রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় ট্রেলারটি।

Advertisement

একটি ছোট গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি ১২ চাকার ট্রেলার। ওভারটেক করে গিয়ে আলিপুরদুয়ারের ৩১ নম্বর জাতীয় সড়কের গরম বসতি এলাকায় অঘটন। ছোট গাড়ি ও ট্রেলারটির মুখোমুখি ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। ধাক্কা দেওয়ার পর ট্রেলারটি রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। ওই গাড়িতে থাকা ৩ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট গাড়ির চালক মনোজিৎ বিশ্বাস। তিনি কুমারগ্রামের সঙ্কোশ চা বাগান এলাকার বাসিন্দা। অন্য দু'জনের মধ্যে একজন সৌভিক বিশ্বাস। তিনিও সঙ্কোশ চা বাগানের বাসিন্দা। সম্পর্কে মনোজিতের খুড়তুতো ভাই। মৃত তৃতীয় ব্যক্তি রাজু মণ্ডল। তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। পেশায় গাড়ির মেক্যানিক।

স্থানীয়দের দাবি, উত্তরবঙ্গে দিনকয়েক ঘন কুয়াশার দাপট রয়েছে। তার ফলে রাস্তায় দৃশ্যমানতা প্রায় নেই। সে কারণে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই গাড়িচালকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশকর্তারা। রাতের গাড়িচালকদের জন্য় গরম দুধ, চা, বিস্কুটের ব্যবস্থা করার ভাবনাচিন্তা করা হচ্ছে। শিলিগুড়ির ডিসিপি (ট্র্যাফিক) কাজি শামসুদ্দিন আহমেদ বলেন, "এই সময় কুয়াশার ফলে প্রতি বছর দৃশ্যমানতা কমে যায়। সচেতন হতে হবে আরও।" এদিকে, এদিন সকালে দ্বিতীয় হুগলি সেতুতে ডিভাইভারে ধাক্কা দিয়ে উলটে যায় একটি কন্টেনার। গতি তেমন বেশি ছিল না। তাই বড়সড় দুর্ঘটনা রোখা সম্ভব হয়েছে। সেতুতে যানজট তৈরি হয়নি। তবে এই ঘটনার জেরে গাড়ির গতি অত্যন্ত শ্লথ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘন কুয়াশার জেরে আলিপুরদুয়ারের ৩১ নম্বর জাতীয় সড়কের গরম বসতি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা।
  • একটি ছোট গাড়ি এবং বারো চাকার ট্রেলারের ধাক্কায় মৃত্যু তিনজনের।
  • দুর্ঘটনার পর রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় ট্রেলারটি।
Advertisement