shono
Advertisement

সম্পত্তি নিয়ে ঝামেলায় দাদাকে কুপিয়ে খুন করল তিন ভাই

অভিযুক্ত ভাইদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার। The post সম্পত্তি নিয়ে ঝামেলায় দাদাকে কুপিয়ে খুন করল তিন ভাই appeared first on Sangbad Pratidin.
Posted: 08:35 PM Jul 10, 2018Updated: 09:05 PM Jul 10, 2018

সোমনাথ পাল, বনগাঁ: রক্ষকই হয়ে উঠল ভক্ষক, আইন রক্ষা করা যার কাজ নিজের হাতে আইনকে তুলে নিল সেই৷ সম্পত্তিগত ঝামেলার জেরে নিজের দাদা, নিমাই দাসকে খুন করল তিন ভাই বাবলু দাস, গোবিন্দ দাস ও গোপাল দাস৷ যাদের মধ্যে একজন আবার সিভিক ভলান্টিয়ার৷ ইতিমধ্যেই দুই অভিযুক্তদের গ্রেপ্তার করছে পুলিশ৷ খোঁজ চলছে আরও এক অভিযুক্তের৷ বুধবার তাদের পেশ করা হতে পারে আদালতে৷

Advertisement

[শ্বশুরবাড়ির অত্যাচারে গৃহবধূর আত্মহত্যা, ধৃত স্বামী ও শাশুড়ি]

ঘটনাটি ঘটে, গাইঘাটা থানার অন্তর্গত ভাদুরিয়া গ্রামে৷ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দাদা নিমাই দাসের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল বাকি তিন ভাইয়ের৷ সোমবার রাতে যা চরমে পৌঁছায়৷ প্রথমে তর্কবিতর্ক দিয়ে শুরু হলেও পরে তা পরিণত হয় হাতাহাতিতে৷ উত্তেজনার মধ্যে দাদার উপরে ঝাঁপিয়ে পড়ে বাকি তিন ভাই৷ চলে এলোপাথাড়ি মারধর৷ শেষে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় নিমাই দাসের মাথায় এবং ওখানেই লুটিয়ে পড়েন তিনি৷ মৃতের স্ত্রী জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁর স্বামীকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তারপর অবস্থা আরও খারাপ হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে৷ কিন্তু মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর৷

[মুর্শিদাবাদে কী করে মাদক পাচার করে চিনারা? পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী]

ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মৃতের স্ত্রী৷ অভিযোগ দায়ের করেন, তাঁর তিন দেওরের বিরুদ্ধে৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ৷ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার হয় দুই ভাই বাবলু দাস ও গোপাল দাস৷ অভিযুক্তদের মধ্যে গোপাল দাস গাইঘাটা থানার সিভিক ভলান্টিয়ার৷ তবে এখনও পলাতক রয়েছে অভিযুক্ত এক ভাই গোবিন্দ দাস৷ তার খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ৷ বুধবার ধৃতদের আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর৷

The post সম্পত্তি নিয়ে ঝামেলায় দাদাকে কুপিয়ে খুন করল তিন ভাই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement