shono
Advertisement
Uluberia

স্কুলে যাওয়ার পথে শিক্ষিকাকে হেনস্তা! বাধা দেওয়ায় ২ শিক্ষককে মারধর, লাটে উঠল পড়াশোনা

এই ঘটনাকে ঘিরে দিনভর উত্তেজনা আমতার স্কুলে।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:34 PM Apr 28, 2025Updated: 09:34 PM Apr 28, 2025

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: স্কুলে আসার পথে শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগ এলাকারই তিন যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করে মার খেলেন এক শিক্ষিকা এবং এক শিক্ষক। এক অভিযুক্তকে পাকড়াও করে স্কুলে আটকে রাখা হয়। তাঁকে ছাড়াতে আবার স্কুলে হামলা চালানোর অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে ঘিরে দিনভর উত্তেজনা আমতার পূর্ব গাজীপুর জিকেবিআর হাই স্কুলে। লাটে উঠল পড়াশোনা। 

Advertisement

স্কুল সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ এক শিক্ষিকা স্কুলে আসছিলেন। তাঁর থেকে কিছুটা দূরেই ছিলেন অন্য এক শিক্ষিকা। অভিযোগ, প্রথম শিক্ষিকাকে বেশ কিছুক্ষণ ধরে কয়েকজন যুবক পিছন দিক থেকে উত্যক্ত করছিলেন। তিনি স্কুলের প্রায় কাছাকাছি চলে এলে ওই যুবকরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। সেই সময় অন্য এক স্কুলের এক শিক্ষক দম্পতি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বিষয়টি দেখে তাঁরা প্রতিবাদ করেন। দূরে থাকা শিক্ষিকাও ততক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছান। তিনিও ঘটনার প্রতিবাদ জানান। এরপরই যুবকরা ওই শিক্ষক এবং শিক্ষিকার উপর চড়াও হন। দু'জনকেই মারধর করা হয়।

উত্তেজনা দেখে স্থানীয় কয়েকজন ও স্কুলের বাকি শিক্ষক-শিক্ষিকা এগিয়ে আসেন। তাঁরা এক যুবককে ধরে ফেলেন। তাঁকে স্কুলে আটকে রাখা হয়। অভিযোগ, এরপরেই স্থানীয়রা এসে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আটক যুবককে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এই পরিস্থিতিতে স্কুল চত্বরে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। খবর দেওয়া হয় আমতা থানার পুলিশকে। পুলিশ এসে আটক যুবককে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক সমীর চৌধুরী বলেন, “আমতা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। আমরা চাই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিক।” এদিনের ঘটনার পর স্কুলের পঠনপাঠন লাটে ওঠে। ছুটি দিয়ে দেওয়া হয় পড়ুয়াদের। উত্তেজনার খবর পেয়ে স্কুলে ছুটে যান পড়ুয়াদের অভিভাবকরা। পড়ুয়া ও শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কুলে আসার পথে শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে।
  • সোমবার সপ্তাহের প্রথমদিনে এই ঘটনাকে ঘিরে দিনভর উত্তেজনা রইল আমতার পূর্ব গাজীপুর জি.কে.বি.আর হাই স্কুলে।
  • খবর পেয়ে আমতা থানার পুলিশ পৌঁছে একজনকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পরে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।
Advertisement