রাজা দাস, বালুরঘাট: বুথের বাইরে বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ। ভোটের আগের দিন রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুরের তপন। এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চলে বলেও অভিযোগ। সংঘর্ষে বিজেপি বুথ সভাপতি-সহ তিনজন আহত হয়েছেন। এদিকে ঘটনার পর দু’জনকে ধরে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
[ আরও পড়ুন: মৌসম নূরের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ভোটের আগে চাঞ্চল্য]
রাত পোহালেই বালুরঘাট-সহ রাজ্যে পাঁচটি লোকসভা কেন্দ্রে ভোট। দক্ষিণ দিনাজপুর জেলায় শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত ভোটকর্মীরা, তখন বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল তপন এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, সোমবার দুপুরে তপনের বজ্রাপুকুর গ্রামে বুথ সভাপতি অন্তেষ রাজবংশীর বাড়িতে লাঠি ও হাঁসুয়া নিয়ে চড়াও হন কয়েকজন দুষ্কৃতী। বুথ সভাপতিকে না পেয়ে প্রথমে বিজেপি তিনজন কর্মীকে মারধর করা হয়। পরে যখন অন্তেষ রাজবংশী বাড়িতে ফেরেন, তখন তাঁকেও মারধর করা হয়। ধারালো অস্ত্রের কোপে মাথা ফেটেছে বিজেপির বুথ সভাপতি। বিজেপির ব্লক কমিটির সদস্য বিপ্লব চক্রবর্তীর বক্তব্য, রবিবার রাত থেকে দলে বুথ সভাপতি অন্তেষ রাজবংশী ভয় দেখাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁর বাড়িতে হামলা চালিয়েছে রাজ্যের শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। এদিকে বজ্রাপুকুর গ্রামে বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন তপনের তৃণমূল বিধায়ক বাচ্চু হাঁসদা। তাঁর দাবি, এমন কোনও ঘটনার কথা তিনি জানেনই না। এদিকে তপন থানায় অভিযোগ দায়ের হয়েছে।
[ আরও পড়ুন: ৩ বছরেও গড়ে উঠল না ভাঙনে তলিয়ে যাওয়া ঘর, প্রতিবাদে ভোট বয়কটে বীরনগর]
The post বুথের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভোটের আগের দিন ধুন্ধুমার তপনে appeared first on Sangbad Pratidin.
