সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুলিয়ায় বিজেপি কর্মী হত্যায় তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। বরং দলীয় কোন্দলেই মৃত্যু হয়েছে ওই কর্মীর। মত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। কেউ তা প্রমাণ করতে পারলে সঙ্গে সঙ্গে তাঁকে জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে, চ্যালেঞ্জ অভিষেকের।
[ রোজা ভেঙে রক্ত দিয়ে মানবিক নজির মেটিয়াবুরুজের যুবকের ]
বুধবারই হত্যা করা হয় বছর আঠেরোর ওই কর্মীকে। সেই সঙ্গে মৃতের পিঠে একটি নোটও লিখে দেওয়া হয়। সেখানে স্পষ্ট ছিল রাজনৈতিক আক্রোশ। পঞ্চায়েত ভোটের সময় থেকেই টার্গেটে ছিল ওই যুবক। তার একটাই অপরাধ সে বিজেপির কর্মী। সে কথা ওই নোটে পরিষ্কার করেই লেখা ছিল। পঞ্চায়েত ভোট চলাকালীন একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে এই ঘটনায় শোরগোল পড়ে গোটা রাজ্যে। যেভাবে নোট লিখে ওই কর্মীকে হত্যা করা হয়েছে তাতে বিস্মিত রাজনৈতিক মহল। প্রত্যাশিতভাবেই কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তোলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। এই প্রেক্ষিতেই আজ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, যে কোনও রাজনৈতিক কর্মীর মৃত্যু অবশ্যই দুর্ভাগ্যজনক। কিন্তু এ সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বরং দলীয় কোন্দলের জেরেই কর্মীটির এই পরিণতি বলে মনে করছেন তিনি। তাঁর দাবি, বিজেপি ও বজরং দলের সংঘর্ষের জেরেই কর্মীটি প্রাণ হারিয়েছেন। কেউ যদি প্রমাণ করতে পারেন যে কোনও তৃণমূল কর্মী এর সঙ্গে জড়িত, তখনই তাঁকে জেলে পোরার বন্দোবস্ত করা হবে বলেও দাবি করেন তৃণমূল সাংসদ।
The post বিজেপি-বজরং দলের সংঘর্ষেই মৃত্যু পুরুলিয়ার কর্মীর, জানালেন অভিষেক appeared first on Sangbad Pratidin.
