শংকর কুমার রায়, রায়গঞ্জ: তাঁর সমর্থনে বাংলাদেশের অভিনেতা ফিরদৌসের প্রচারকে ঘিরে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন ঘটনাটি বেমালুম অস্বীকার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল।
[ আরও পড়ুন: ‘জনগণের দরকার, নতুন সরকার’, দিল্লিতে বদলের ডাক মুখ্যমন্ত্রীর]
গত বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। দলবদলে এবার লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। হাতে মাত্র একদিন, শেষবেলায় জমে উঠেছে প্রচার। কিন্তু, তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারকে ঘিরে আবার দানা বেঁধেছে বিতর্ক। কারণ, বাংলাদেশের সীমান্ত লাগোয়া উত্তর দিনাজপুরের হেমতাবাদ ও করণদিঘিতে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেছেন বাংলাদেশের অভিনেতা ফিরদৌস। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফিরদৌসকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের প্রচারে অংশ নিয়ে ঠিক কাজ করেননি তিনি। এদিকে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালের প্রার্থীপদ খারিজের দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই যখন পরিস্থিতি, তখন তাঁর সমর্থনে ফিরদৌসের প্রচারের ঘটনাটি অস্বীকার করলেন খোদ তৃণমূল কংগ্রেস প্রার্থী।
কী বলেছেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল? তাঁর দাবি, ‘আমি নিজের মতো প্রচার করছি। আমার সঙ্গে কোনও বিদেশি নেই। এখন কেউ যদি আমার হয়ে প্রচার করে, তাহলে আমার কী করার আছে?’
[আরও পড়ুন: নির্বাচনী এজেন্ট বাছাই নিয়ে দলীয় কোন্দল, বর্ধমান-দুর্গাপুরে ক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী]
The post ফিরদৌসের প্রচারের ঘটনা বেমালুম অস্বীকার রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর appeared first on Sangbad Pratidin.
