shono
Advertisement

অর্জুন সিংয়ের দলত্যাগে প্রভাব পড়বে না, চিন্তা আড়াল করেই প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের

ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় তৃণমূল নেতারা৷ The post অর্জুন সিংয়ের দলত্যাগে প্রভাব পড়বে না, চিন্তা আড়াল করেই প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:49 PM Mar 14, 2019Updated: 07:49 PM Mar 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত বোঝানো, আশ্বাস দেওয়া সত্ত্বেও ধরে রাখা যায়নি দলের অন্যতম ডাকাবুকো বিধায়ক, সংগঠককে৷ স্রেফ লোকসভা ভোটে লড়বেন বলে এতদিনের দল ছেড়ে পা রেখেছেন অন্য শিবিরে৷ দলের এমন সদস্যকে নিয়ে মাথাব্যথা নেই বলেই দাবি তৃণমূল শীর্ষ নেতৃত্বের৷ তাই অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের বিষয়কে অত গুরুত্বই দিচ্ছেন না কেউ৷ সকলেই বলছেন, বিজেপিতে গিয়ে বিশেষ সুবিধা করতে পারবেন না অর্জুন৷

Advertisement

ইসলামপুরে আক্রান্ত বিজেপি নেতা, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

যাঁর সঙ্গে ভাটপাড়ার বিধায়কের এত লড়াই, বারাকপুরের সেই বিদায়ী সাংসদ দীনেশ ত্রিবেদী বিষয়টিকে রীতিমতো তুচ্ছতাচ্ছিল্য করেছেন৷ বরং একদা রাজনৈতিক সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ তারপর তাঁর কটাক্ষ, ‘কে সুবিধাবাদী, তা সবাই বুঝেছেন৷’ একইভাবে অর্জুন সিংকে চ্যালেঞ্জ জানিয়েছেন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তও৷ তাঁর মতে, ‘অর্জুন সিং থাকুন বা চলে যান, দলের কিছু যাবে,আসবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় কেউ ভাঁটা ফেলতে পারবে না৷ এখানে দীনেশ ত্রিবেদী হাসতে হাসতে জিতবেন৷ আমরা সবাই তাঁর জন্য লড়ছি৷ মমতার উন্নয়ন বনাম মোদির অপশাসনের লড়াই এটা৷’ দলের যুব সভাপতি তথা ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘বারাকপুর থেকে বিজেপির টিকিটে অর্জুন সিং দাঁড়ালে, গোহারা হেরে যাবেন৷দীনেশ ত্রিবেদীর কাছে অন্তত ২ লক্ষ ভোটে পরাজিত হবেন৷’ দলের আরেক শীর্ষনেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য বেশ ক্ষোভপ্রকাশ করেছেন৷ তাঁকে ‘বেইমান’ বলে ফিরহাদ হাকিমের তোপ, শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে যাঁরা দল করছেন, তাঁদের দলের বাইরে বেরিয়ে যাওয়াই ভাল৷’ একই প্রতিক্রিয়া বীজপুরের তৃণমূল বিধায়ক মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের৷ তাঁর সাফ কথা, ‘বারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বীজপুর বিধানসভা থেকে সবচেয়ে বেশি ভোটে এগিয়ে থাকবেন দীনেশ ত্রিবেদী৷ জিতবেন ২ লক্ষেরও বেশি ভোটে৷’ বাবা দল ছেড়ে চলে গিয়েছেন অনেকদিন হল৷ ছেলেও কি বাবার পথে হাঁটবেন? এসব গুঞ্জন আগেও ছিল, অর্জুন সিংয়ের দলবদলের পর তা ফের উসকে উঠেছে৷ এই প্রসঙ্গে উঠতেই শুভ্রাংশুর স্পষ্ট জবাব, ‘যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, ততদিন আমিও তৃণমূলেরই৷ যিনি চলে গিয়েছেন, তাঁকে নিয়ে ভাবার দরকার নেই৷ নেত্রী যখন যাঁকে ভোটে লড়াইয়ের নির্দেশ দেবেন, তা গ্রহণ করে নেব আমরা৷’ এনিয়ে নিজেদের পারিবারিক এবং রাজনৈতিক দ্বন্দ্বের কথাও আর চেপে রাখলেন না শুভ্রাংশু৷

ঐতিহাসিক ১৪ মার্চে শ্রদ্ধা জানিয়ে নন্দীগ্রাম থেকে প্রচার শুরু তৃণমূলের

এদিকে, ভাটপাড়ার বিধায়কের পাশাপাশি ওই পুরসভার চেয়ারম্যানও অর্জুন সিং৷ তিনি নিজে দলবদলের সময়ে অন্তত ২২জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন বলে দাবি বিজেপির৷ ফলে ৩৫ আসন বিশিষ্ট পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরই বিজেপিতে চলে যাওয়ায়, অঙ্কের হিসেবে ভাটপাড়া পুরসভাটিই বিজেপির দখলে যাচ্ছে৷ এই সংকটজনক পরিস্থিতি নিয়ে চিন্তা বেড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের৷ পুরসভার বাকি তৃণমূল কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠকে বসেন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্যোতিপ্রিয় মল্লিক৷ সঙ্গে ছিলেন তাপস রায়, নির্মল ঘোষ৷ জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘শুধু টিকিট পাননি বলে দল ছেড়ে চলে গেলেন অর্জুন সিং৷ এতে দলের কী করার আছে?’ তবে মুখে এত কিছু বললেও, ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল নেতৃত্বের৷ বারাকপুর শিল্পাঞ্চলে ভোটে দলের অন্যতম নির্ভরযোগ্য নেতার এভাবে সরে যাওয়াও কম ধাক্কা নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ৷

The post অর্জুন সিংয়ের দলত্যাগে প্রভাব পড়বে না, চিন্তা আড়াল করেই প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement