ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও সুলয়া সিংহ: চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা নিয়ে চর্চা বা আলোচনা শুধু রাজ্যের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। নন্দীগ্রামে অভিষেকের (Abhishek Banerjee) কর্মসূচিতে জনজোয়ার নিয়ে আলোচনা হচ্ছে গোটা দেশে। তার প্রমাণ সোশ্যাল মিডিয়ার রিপোর্টে।
বৃহস্পতিবার সকালে ভারতে রাজনৈতিক বিষয়গুলির মধ্যে টুইটার ট্রেন্ডে সবার শীর্ষে উঠে এসেছিল অভিষেকের কর্মসূচি। বস্তুত দিনভর সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলেছে নন্দীগ্রামে জনজোয়ার নিয়ে।
দীর্ঘ ২০ কিলোমিটার পদযাত্রা শুরুর আগে অভিষেক নিজেই মানুষের আশীর্বাদ চেয়ে টুইট করেছিলেন। সুর বেঁধে দেওয়া হয়েছিল সেখানেই। অভিষেকের সেই টুইটের আগে ও পরে হাজার হাজার টুইট হয়েছে তাঁর কর্মসূচি নিয়ে। একটা সময় #NandigrameJonoJowar টুইটার ট্রেন্ডের একেবারে শীর্ষ উঠে গিয়েছিল। দিনভর একের পর এক টুইট হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কর্মসূচি নিয়ে। অর্থাৎ গোটা দেশের মানুষই অভিষেককে নিয়ে আলোচনা করছেন।
[আরও পড়ুন: জোড়া ধাক্কা মণ্ডল পরিবারে, খারিজ সুকন্যার জামিনের আবেদন, পিছিয়ে গেল অনুব্রতর আরজিও]
তৃণমূল (TMC) বলছে, দেশজুড়ে রাজনৈতিক মহলে যখন ঘটনার ঘনঘটা, তখন টুইটার ট্রেন্ডে অভিষেকের শীর্ষে উঠে আসাটাই প্রমাণ করে, বাংলা তথা ভারতবাসীর কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। অভিষেকের এই নন্দীগ্রাম (Nandigram) যাত্রাকে যে বিরোধীরা ভয় পেয়েছে তার প্রমাণ নিজেই দিয়ে গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ২০ জুন পালটা পদযাত্রার আহ্বান করেছেন শুভেন্দু। তৃণমূলের দাবি, অভিষেকের কর্মসূচিতে ভীত শুভেন্দু ঘর বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন।
[আরও পড়ুন: ডিম আমিষ না নিরামিষ? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ডিম খাওয়া দেখে প্রশ্ন বিজেপির অন্দরে!]
সোশ্যাল মিডিয়ায় অভিষেকের কর্মসূচি আলোচনার শীর্ষে উঠে আসার কৃতিত্ব অবশ্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিমেরও প্রাপ্য। যদিও শাসকদলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলছেন, “এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফল। এতেই বোঝা যায় নন্দীগ্রামের মাটি তৃণমূলের ঘাঁটি। অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির পর ওখান থেকে বিরোধীরা পুরোপুরি সাফ হয়ে যাবে।” অভিষেকের নবজোয়ার কর্মসূচি নিয়ে আলাদা করে একটি কবিতাও লিখেছেন দেবাংশু।
