shono
Advertisement

বাসন্তীতে শাসকদলের কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুন, অভিযুক্ত যুব তৃণমূলের একাংশ

সন্তানদের সামনেই গণধর্ষণ করা হয় মৃতাকে৷ The post বাসন্তীতে শাসকদলের কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুন, অভিযুক্ত যুব তৃণমূলের একাংশ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Sep 01, 2019Updated: 03:31 PM Sep 01, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: মধ্যযুগীয় বর্বরতা এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে৷ শাসকদলের এক কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল স্থানীয় যুব তৃণমূল কর্মীদের একাংশে বিরুদ্ধে৷ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তপ্ত বাসন্তীর চড়াবিদ্যা এলাকা৷ ইতিমধ্যে মহিলার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানা৷

Advertisement

[ আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শ্যামনগর, সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুর ]

জানা গিয়েছে, মৃতার স্বামী হাফিজুল শেখ বাইরে ছিলেন৷ দুই সন্তানকে নিয়ে শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন বছর চল্লিশের মৃতা মহিলা৷ প্রতিবেশী এক মহিলা জানিয়েছেন, শনিবার রাতের দিকে কয়েকজন যুবককে মৃতার বাড়িতে ঢুকতে দেখেছিলেন তিনি৷ তারপর রাতে সব চুপচাপ থাকলেও, রবিবার সকালে বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়ে বাড়িতে যান প্রতিবেশীরা৷ তখনই তাঁরা দেখতে পান,  ঘরের মধ্যে কার্যত নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন মহিলা৷ তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে৷ সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেন স্থানীয়রা৷ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ ময়নাতদন্তের জন্য ক্যানিং হাসপাতালে মৃতদেহটি পাঠান হয়৷

[ আরও পড়ুন: বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে জনতার রোষে পুরকর্মীরা, ধুন্ধুমার কাটোয়ায় ]

পুলিশের জানিয়েছে, সন্তানদের সামনেই ওই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে৷ তারপর সম্ভবত প্রমাণ লোপাট করতেই খুন করা হয়েছে তাঁকে৷ মৃতার দেহে একাধিক ক্ষত রয়েছে৷ ময়নাতদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে পুলিশের দাবি৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ৷ মৃত মহিলার স্বামী হাফিজুল শেখের অভিযোগ, দলীয় কোন্দলের জেরে অনেকদিন ধরেই তিনি গ্রাম ছাড়া। আর সেই সুযোগে স্থানীয় যুব তৃণমূল কর্মীরা গণধর্ষণ করে খুন করেছে তাঁর স্ত্রীকে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এলাকার যুব তৃণমূল নেতারা৷ বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হাফিজুলই স্ত্রীকে খুন করেছে বলে তাদের পালটা দাবি।

The post বাসন্তীতে শাসকদলের কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুন, অভিযুক্ত যুব তৃণমূলের একাংশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার