shono
Advertisement

প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, শিয়ালদহ-বারুইপুরে রুটে বন্ধ ট্রেন চলাচল

দুপুরের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস রেলের৷ The post প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, শিয়ালদহ-বারুইপুরে রুটে বন্ধ ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:20 AM Apr 30, 2019Updated: 10:20 AM Apr 30, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি৷ দিনের ব্যস্ত সময়ে  শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ৷ খবর পেয়ে মেরামতির কাজ শুরু করেছেন রেলের ইঞ্জিনিয়াররা৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে রেল সূ্ত্রে খবর৷

Advertisement

[আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত বাবা-মা, হাসপাতালের বেডে শুয়ে ঘোর কাটছে না একরত্তির]

ঘটনার সূত্রপাত সোমবার রাত আটটা নাগাদ৷ রাত সাড়ে আটটা নাগাদ ডাউন লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল বারুইপুর এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তারপরেই শিয়ালদহগামী আপ ট্রেনটির পিছনের গার্ডের মাথার দিকের প্যান্টোগ্রাফটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ওভারহেডের তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতেই বারুইপুর থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। বাড়ি ফেরার পথে হয়রানির শিকার হন নিত্য রেলযাত্রীরা। এরপর রাত সাড়ে ১১ টার পর যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বারুইপুর স্টেশনে ব্যাপক ভাঙচুরও চালান। রাতভর চলে কাজ৷ টাওয়ার ভ্যান গিয়ে কাজ শুরু করে৷ কিন্তু সকাল পর্যন্তও কাজ শেষ হয়নি৷ রেল আধিকারিকরা জানিয়েছেন, দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে৷ তবে তার আগে অফিসের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় বেশ নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা৷ শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যান্য ট্রেনগুলিতে বাড়তি ভিড়৷

[আরও পড়ুন: নদিয়ায় ভোট পরবর্তী সন্ত্রাস, বিজেপি যুব নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

মাত্র সপ্তাহ খানেক আগে শিয়ালদহ উত্তর শাখায় সিগন্যাল বিভ্রাটের জেরে ব্যাহত হয়েছিল শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার ট্রেন চলাচল৷ শ্যামনগর স্টেশনে ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এমন সমস্যার মুখে পড়তে হয়েছিল নিত্যযাত্রীদের৷ প্রায় একই সময়ে হাওড়া-বর্ধমান শাখার পাণ্ডুয়া স্টেশনে একটি লোকাল ট্রেনে প্যান্টোগ্রাফ ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল প্রায় ঘণ্টাখানেক ধরে৷ মেরামতিতে দীর্ঘ সময় লেগেছিল৷ এদিন বারুইপুরের সমস্যাও একইরকম৷ প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি হলে, মেরামতিতে সময় লাগে৷ আর এই সময়ের মধ্যে চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা৷

The post প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, শিয়ালদহ-বারুইপুরে রুটে বন্ধ ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার