ব্রতীন দাস: বেলাগাম বৃষ্টিতে একাধিক জায়গায় রেললাইন ডুবে। এর ফলে ১৬ আগস্ট পর্যন্ত কোনও ট্রেন যাবে না মালদহ এবং কাটিহারে। প্রাকৃতিক দুর্যোগের জেরে এমনই বেনজির সিদ্ধান্ত নিল রেল। যার অর্থ, আগামী বুধবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দিকে কোনও ট্রেন যাবে না। আসবেও না। উত্তর-পূর্ব ভারতের রেল চলাচলও বন্ধ থাকবে। কিষাণগঞ্জের জমা জলের থেকেও রেলের মাথাব্যাথা উত্তর দিনাজপুরের ডালখোলার সুধানী নদী। এই নদীর জলে দ্রুত গুরুত্বপূর্ণ সেতুর অবস্থা সঙ্গীন হয়েছে।
[কিষাণগঞ্জ এখনও ডুবে, জলের তলায় উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ]
কিষাণগঞ্জ প্রথম রোগ দেখিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় শনিবার রাত থেকে রেললাইন চুরি হয়ে যায়। চর্তুদিকে জল। কিষাণগঞ্জ দিয়ে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কেরও একই দুর্দশা। কিষাণগঞ্জের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আলিপুরদুয়ার এবং কাটিহার ডিভিশনের হাল ক্রমশ খারাপ হচ্ছে। দুটি ডিভিশনের অন্তত ১২টি জায়গায় রেলের ট্র্যাক ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতির জেরে ঝুঁকি নিতে নারাজ উত্তর পূর্ব সীমান্ত রেল। আগামী ১৬ আগস্ট পর্যন্ত মালদহ এবং কাটিহারের দিকে আর কোনও ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা পাঁচ দিন ট্রেন বন্ধ, যা রীতিমতো নজিরবিহীন। ডালখোলার সুধানী নদীর ওপর একটি রেলসেতুর নিচ থেকে বিপজ্জনকভাবে মাটি সরেছে। তার ফলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের সিপিআরও প্রণব জ্যোতি শর্মা। তাঁর সংযোজন, আলিপুরদুয়ার এবং কাটিহার ডিভিশনের ১২টি জায়গায় রেল ট্র্যাক ক্ষতিগ্রস্ত। এর মধ্যে সাতটি জায়গা পুরনো অবস্থায় ফেরানো সম্ভব হয়েছে। সীমান্ত রেলের সিনিয়র এরিয়া ম্যানেজার পার্থসারথী শীল জানান, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। অবস্থা কিছুটা উন্নতি হলে স্পেশ্যাল ট্রেন চালানো হবে। তবে এখন যা পরিস্থিতি তাতে ১৬ তারিখ বেলা পর্যন্ত ট্রেন চলার সম্ভাবনা বেশ কম।
[পানামা কেলেঙ্কারিতে আরও বিপাকে বিগ বি!]
ট্রেন বন্ধ। সড়কেরও একই হাল। চাপ গিয়ে পড়েছে আকাশপথে। বাগডোগড়া থেকে ফ্লাইটের ভাড়া প্রতি মুহূর্তেল লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দু দিন আগেও ভাড়া ছিল ১৭০০ টাকা। ট্রেন বাতিলের খবরের পর তা ১৪ হাজারে পৌঁছেছে। বিজনেস ক্লাসের ভাড়া ছুঁয়েছে ৩২ হাজারে।
The post বিচ্ছিন্ন উত্তরবঙ্গ, ১৬ আগস্ট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ মালদহ-কাটিহারে appeared first on Sangbad Pratidin.
