shono
Advertisement

‘জনবিরোধী’ সরকার গড়ার ডাক, তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন ঘিরে বিতর্ক

নেপথ্যে গেরুয়া শিবিরের যোগসাজশ দেখছেন তৃণমূল প্রার্থী৷ The post ‘জনবিরোধী’ সরকার গড়ার ডাক, তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন ঘিরে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:02 PM Mar 25, 2019Updated: 07:08 PM Mar 25, 2019

শংকর রায়, রায়গঞ্জ: বেজে গিয়েছে ভোটের দামামা৷ পাড়ায় পাড়ায় জোরকদমে চলছে দেওয়াল লিখনের কাজ৷ এরই মাঝে তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন নিয়ে উঠেছে সমালোচনার ঝড়৷ দেওয়ালে লেখা ‘জনবিরোধী’ শব্দ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক৷ কীভাবে তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে এমন শব্দবিভ্রাট ঘটল, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর তরজা৷ এই ঘটনার নেপথ্যে বিজেপির যোগসাজশ দেখছে ঘাসফুল শিবির৷ তবে এনিয়ে মুখে কুলুপ বিজেপি নেতৃত্বের৷ 

Advertisement

[ আরও পড়ুন: ‘বাংলায় গণতন্ত্র নেই’, তারাপীঠে পুজো দিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব দুধকুমার]

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে আগেই৷ বেশি সময় নষ্ট না করে সবার আগে প্রার্থীতালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল৷ তাঁর প্রচারে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ৷ রায়গঞ্জের কলেজপাড়ায় একটি দেওয়াল লিখন ঘিরেই যত বিতর্কের সূত্রপাত৷ ওই দেওয়াল লিখনে জ্বলজ্বল করছে –  ‘কেন্দ্রে ‘‘জনবিরোধী’’ সরকার গড়ে তুলতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে ভোট দিন৷’ দেওয়াল লিখনে শব্দবিভ্রাট ঘিরে আলোচনার শেষ নেই৷ ‘জনদরদী’র পরিবর্তে কীভাবে কোনও রাজনৈতিক দলের দেওয়াল লিখনে ‘জনবিরোধী’ শব্দ লেখা হল, তা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়৷ 

[ আরও পড়ুন: গান গাওয়ার আবদার সমর্থকের, ভরা সভায় মেজাজ হারালেন শতাব্দী রায়]

এই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ তৃণমূল প্রার্থী কানাইয়ালালের দাবি, দেওয়াল লিখন কোনও দলীয় কর্মী করেননি৷ এজেন্সির মাধ্যমে তা করানো হয়েছে৷ আর এজেন্সির কাজেই বিজেপির চক্রান্তে এমন শব্দবিভ্রাট বলেই জানিয়েছেন তৃণমূল প্রার্থী৷ একই সুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের গলাতেও৷ তিনিও গোটা ঘটনার নেপথ্যে গেরুয়া শিবিরের ইন্ধনকেই দায়ী করেছেন৷ এই বিষয়টি নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন বিরোধীরাও৷ সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, ‘‘এ বিষয়ে ব্যক্তিগতভাবে কিছুই বলব না৷ তবে মানুষ বিচার করবেন জনবিরোধী কারা৷’’ কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি বলেন, ‘‘মানুষ দেখছেন বাংলার শাসকদল জনদরদী নাকি জনবিরোধী৷ দেওয়াল লিখনে তারই বহিঃপ্রকাশ৷’’

[ আরও পড়ুন: ‘বাংলায় গণতন্ত্র নেই’, তারাপীঠে পুজো দিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব দুধকুমার]

রাজনীতিকরা যাই বলুন না কেন, নেটিজেনরা কে দায়ী আর কে নয়, তা নিয়ে মাথা ঘামাতে নারাজ৷ পরিবর্তে এই দেওয়াল লিখনই এখন কার্যত সোশ্যাল মিডিয়া তথা এলাকাবাসীর হাসির খোরাকে পরিণত হয়েছে৷

The post ‘জনবিরোধী’ সরকার গড়ার ডাক, তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখন ঘিরে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement