অরূপ বসাক, মালবাজার: পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টিতে ব্যস্ত থাকতেই দেখা যায় সেলেবদের৷ সে রাজনৈতিক হোক, অথবা অরাজনৈতিক ব্যক্তিত্ব- চেনা ছকের বাইরে বেরিয়ে একটু অন্যরকম জন্মদিনের অনুষ্ঠান উদযাপন বড়ই দুর্লভ৷ বন্ধু-বান্ধব, পার্টিমুড কাটিয়ে মালবাজার মহকুমার অচল চা-বাগান কুমলাইয়ের শ্রমিকদের সঙ্গে জন্মদিন পালন করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী৷
[ঘুম ভাঙতেই বিছানায় বিষধর সাপের সাক্ষাৎ! তারপর…]
রবিবার সৌরভ বাবুর জন্মদিন। এদিন সব কাজ বাদ দিয়ে তিনি গিয়েছিলেন ডুয়ার্সের কুমলাই চাবাগানে সরকারি সুযোগ সুবিধা প্রদানের সচেতনতা শিবিরে। সরকারি এই অনুষ্ঠানে পৌঁছে খানিক আবেগবিহ্বল হয়ে পড়েন। তিনি নিজের জন্মদিনের কথা না জানালেও এ কথা আগেই ছড়িয়ে পড়ে। প্রিয় নেতার জন্মদিনের খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতা অশোক চিকবারাইক সুদৃশ্য কেক নিয়ে মঞ্চে আসেন। সেই কেক কেটে সৌরভবাবু জন্মদিন পালন করেন। মন্ত্রী গৌতম দেব সেই কেকের টুকরো সৌরভবাবুর মুখে তুলে দেন।
[মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশের জালে কুখ্যাত জমি মাফিয়া, থানায় তাণ্ডব অনুগামীদের]
পরে সৌরভবাবু বলেন, ‘‘আমার বাবা দীর্ঘদিন চা শ্রমিকদের জীবনজিজ্ঞাসা, আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে প্রচুর কাজ করেছেন। এসব নিয়ে তাঁর গবেষণামূলক বই আছে। আজ যখন চা শ্রমিকদের মাঝে আসার সুযোগ হল, তখন বাড়িতে জানালাম, আমি শ্রমিকদের সঙ্গে জন্মদিন পালন করব। তা বাড়ির লোক সায় দিল। এভাবেই আমি জন্মদিন পালন করলাম।’’
[সদ্যোজাতের গর্ভে আরও একটি সন্তান, বিরল ঘটনার সাক্ষী কল্যাণী জেএনএম হাসপাতাল]
এমনিতেই চা-বাগানের শ্রমিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় সৌরভ চক্রবর্তী৷ চা-শ্রমিকদের পাশে দাঁড়িয়েই তাঁর রাজনীতিতে উত্থান৷ বাগান শ্রমিকদের সুখে-দুঃখে বরাবরই তিনি ছিলেন ত্রাতার ভূমিকায়৷ রাতদুপুরে, বিপদে-আপদে অনুগামীদের কোনওদিনই ফেরাননি তিনি৷ বাগান শ্রমিকের মেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে অভাবী পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন তিনি৷ রাজনৈতিক কর্মী হিসাবে নয়, বরং শ্রমিকদের ঘরের ছেলের মতোই চা-বাগান এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিয়ে ‘দেবদূতে’র ভূমিকাও পালন করতে দেখা গিয়েছে তাঁকে৷
The post চা-বাগানের শ্রমিকদের সঙ্গেই জন্মদিন উদযাপন তৃণমূল নেতার appeared first on Sangbad Pratidin.
